কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তারঁ অনুমতিক্রমে জান্নাত ও মাগফিরাতের দিকে আহবান করেছেন। (সূরা আল-বাকারা, আয়াত ২২১)। তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন যে, জান্নাতে আছে সুমিষ্ট তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন যে, জান্নাতে আছে সুমিষ্ট পানির নহর, দুধের ঝর্ণাধারা যার স্বাদের কোনো পরিবর্তন নেই, শরাবের নহর যা পানকারীদের জন্য উপাদেয় এবং খাটিঁ মধুর স্রোতস্বিনী। এর তলদেশ দিয়ে বিভিন্ন প্রকার নদী-নালা প্রবাহিত।
এখানে বাসনা অনুযায়ী, চোখজুড়ানো সকল চাহিদা পূর্ণ হবে। প্রত্যেক মুমিন তার ঈমানদার সন্তানাদি, সৎকর্মশীল ব্যক্তি এবং শহীদগণের সঙ্গে সাক্ষাৎলাভে ধন্য হবে। আর সৎকর্মশীল ব্যক্তি এর চেয়ে আরো উত্তম বস্তু লাভ করবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
- জান্নাত জাহান্নাম pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- জান্নাতের বর্ণনা pdf বই ডাউনলোড
আর তা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ এবং তারঁ হাওযের পাশে অবস্থান। অধিকস্তু সেখানে সবচেয়ে উত্তম ও উৎকৃষ্ট নিআমত প্রাপ্তির যে ওয়াদা আল্লাহ করেছেন তা পূর্ণ হবে যখন মুমিন ব্যক্তি তার প্রভুকে কোনো পর্দা ছাড়াই সরাসরি দেখতে পাবে। হ্যাঁ, এ হচ্ছে জান্নাত, যার প্রতিশ্রুতি দেয়ার কারনেই মানুষ তাদের রবের একত্ববাদের স্বীকৃতি দিয়েছে।
এ কারণেই তারা একমাত্র আল্লাহর ইবাদাত করে। এ জান্নাত লাভের আশায় মুসলিম ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়আত নিয়েছে। এ জান্নাতই শেষ গন্তব্য বেলাল রাদিয়াল্লাহু আনহু যার ইন্তেযার করছেন, যেদিন বেলালকে উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল ।
এবং তিনি মুশরিকদের দেওয়া এ কষ্টে ধের্যধারণ করেছিলেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আযান দেওয়া অব্যাহত রেখেছিলেন। এ জান্নাতই হচ্ছে সে বিশাল গনীমত আম্মার রাদিয়াল্লাহু আনহু যার জন্য অপেক্ষা করেছেন, যে দিন তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্চিল, তার পিতা মাতাকে হত্যা করা হয়েছিল, যারা ছিলেন ইসলামের প্রথম শহীদ।
এ জান্নাত পাওয়ার আশাই উমাইর ইবন হামামকে উহুদ যুদ্ধের দিন কয়েকটি খেজুর খাওয়া থেকে বিরত রেখেছিল; যেহেতু তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য পাগলপারা হয়ে উঠেছিলেন। আল্লাহও প্রতিদানে তাকে দ্রুত শাহাদাত নসীব করেছেন। এ জান্নাতের আশা-ভরসায় আল্লাহর ভয়ে প্রত্যেক আবেদের চোখে থেকে পানি ঝরে। প্রত্যেক মুজাহিদ আল্লাহর জন্য নিজের জান বিক্রি করে দেয়। প্রত্যেক আলিম স্বীয় ইলম অনুযায়ী আমল করে ও অন্যকে শিক্ষা দেয়।
নিচে কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | ইউসুফ ইবন মুহাম্মাদ আল উয়াইয়েদ |
অনুবাদঃ | ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী |