কিশোরগঞ্জ সাহিত্য সম্মেলন সারণিকা pdf বই ডাউনলোড। ১৯২৫-৩৮ সময়কাল কিশোরগঞ্জে নিয়মিত সাহিত্য সম্মেলনের খবর পাওয়া যায়। ঐ সময় এ অঞ্চলটি ময়মনসিংহ জেলার অংশ হওয়ার কারণেই পূর্ব ময়মনসিংহ সাহিত্য সমিতি নামে সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করে সম্মেলনের আয়োজনে করা হতে।
কালের পরিক্রমায় পূর্ব ময়মনসিংহ অঞ্চলটিই কিশোরগঞ্জ শহরের গোড়াপত্তনকার ঈশা খাঁ মসনদ-ই-আলার অধস্তনদের আবাসস্থল হযরতনগর হাবেলীতে ১৯৯৩ সনে সাহিত্য সম্মেলন আয়োজন ছিল আমাদের নব যাত্রার প্রথম উদ্যোগ।
আরও দেখুনঃ রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
এ সম্মেলনেই আমরা কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় কবি আজহারুল ইসলামকে কবি সম্বর্ধনা দেই। যে সম্বর্ধনায় সরকারী বেসরকারী ৩৬টি প্রতিষ্ঠানের স্বীকৃতি ছিল। পরবর্তীতে ৮ এপ্রিল ১৯৯৪ সনে কিশোরগঞ্জ সাহিত্য সম্মেলন ৯৪ অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমী হলে।
১৯৯৫ ও ৯৬ সনে দেশে রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান থাকায় আমরা সাহিত্য সম্মেলনের মত বড় উদ্যোগ আয়োজনের সাহস পাইনি। তবে জানুয়ারী ১৯৯৫ সনে পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন শাহজাহান রচিত ঈশা খাঁ মসনদ-ই-আলা বইয়ের প্রকাশনা উৎসব, সীরাতুন্নবী পদক ১৪১৬ হিজরী বিতরণ, হাবিবুল হক সাহিত্য পদক বিতরণ ১টি উপলক্ষে এবং অন্যান্য যেসব সমাবেশের আয়োজন করা হয়।
আরও দেখুনঃ অপারেশন তেলআবিব pdf বই ডাউনলোড
এগুলোও কোন কোনটি একাধিক পর্বে বিভক্ত ছিল। পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত ঈসা খাঁ মসনদ-আলা বইয়ের প্রকাশনা উৎসবটি সাহিত্য সম্মেলনের একপি পর্বের মর্যাদা রাখে। এ উপলক্ষে এক স্যুভেনীর প্রকাশ করা হয় ১৯৯৬ সনে অনুষ্ঠিত সীরাতুন্নবী সা. বিতরণী অনুষ্ঠানটি ছিল রীতিমত সাহিত্য সম্মেলনের মত। দুই পর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পদখ বিতরণ এবং সেমিনার নামে দুটি পর্ব ছিল।
এ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। ঢাকা থেকে মেহমানবাগ ও অনুষ্ঠান অংশ গ্রহণ করেন। ১৯৯৭ সালে পরিষদের উদ্যোগে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী হলে তৃতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। মোট চার পর্বে সকাল ৯টা থেকে রাত্র ৯.৩০ পর্যন্ত অনুষ্ঠিত ও সম্মেলনে সেমিনার, কবিতা পাঠের আসর, পদক বিতরণী এবং গুণীজন সম্বর্ধনা এ চরটি পর্ব ছিল ।
আরও দেখুনঃ কোয়ান্টাম কালচার বিজ্ঞান ও ইসলাম pdf বই ডাউনলোড
নিচে কিশোরগঞ্জ সাহিত্য সম্মেলন সারণিকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 6.34 MB প্রকাশ সালঃ ১৯৯৭ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ