কী পড়বেন কিভাবে পড়বেন pdf বই ডাউনলোড । পবিত্র কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন- অর্থাৎ নুন, কলমের ও তারা যা লিপিবদ্ধ করে তার কসম। (সুরা কলম: ১) এই কসমই কলম ও লেখার মর্যাদার কথা প্রমাণ করে। কারণ আল্লাহ তাআলা মর্যাদাকর জিনিসেরই কেবল কসম করে থাকেন। বান্দাদের উপর আল্লাহ তাআলার অন্যতম একটি অনুগ্রহ হল, বাকশক্তি প্রদান। যে বিষয়ে পবিত্র কুরআনে তিনি ইরশাদ করেছেন। অর্থাৎ তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন।
ইমাম ইবনুল কাইয়িম রাহ. বলেছেন- অতপর মানুষের উপর আল্লাহ তাআলার দুই ধরণের বর্ণনাশক্তি প্রদানের অনুগ্রহের প্রতি লক্ষ্য করুন। একটি হল লেখনী শক্তি আরেকটি হল বাকশক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া প্রথম সূরাতে তিনি ইরশাদ করেছেন-
আরও ইসলামিক বই দেখুনঃ
- নেতৃত্ব প্রদান pdf বই ডাউনলোড
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- ইসলামি রাজনীতি কি ও কিভাবে pdf বই ডাউনলোড
অর্থাৎ পাঠ করুন আপনার পালনকর্তার নামে। যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন। আপনার পালনকর্তা মহা দয়ালু। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। (সূরা আলাক: ১-৫)।
তারপর তিনি বলেন, কলমের মাধ্যমে শিক্ষা দেওয়া বান্দাদের উপর আল্লাহ তাআলার সবচে বড় অনুগ্রহ। কারণ এর মাধ্যমে শিক্ষাটা স্থায়ীত্ব লাভ করে। অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। ওসীয়তের কথা জানা যায়। সাক্ষ্য সংরক্ষণ করা সম্ভব হয়। মানুষের মাঝে সম্পাদিত বিভিন্ন লেনদেনের হিসাব লিপিবদ্ধ করে রাখা যায়।
অতীত যুগের ঘটনাবলী পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়। যদি লিপিবদ্ধ করার ব্যবস্থা না থাকতো তবে এক যুগের ঘটনাবলী অন্য যুদের লোকেরা আর জানতে পারতো না। সুন্নাহ বিলীন হয়ে যেত, হুকুম-আহকাম সব হারিয়ে যেত। পরবর্তীরা পূর্ববর্তী সালাফে সালেহীনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হতে পারতো না।
সবচেয়ে বড় ক্ষতি হত ধর্মের। কারণ তখন বিস্মৃতি আস্তে আস্তে মানুষের অন্তর থেকে ইলমকে ধুয়ে মুছে দিত। সুতরা লেখনী ব্যবস্থাই মানুষের জন্য বই-পুস্তককে এমনভাবে সংরক্ষণ করেছ, যেভাবে মজবুত পাত্র মূল্যবান বস্তুকে হারিয়ে যাওয়া ও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে থাকে। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কী পড়বেন কিভাবে পড়বেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.25 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়েখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ |
অনুবাদকঃ |