কুকুর সম্পর্কিত বিধি বিধান
কুকুর সম্পর্কিত বিধি বিধান pdf বই ডাউনলোড। কুকুরের উচ্ছিষ্ট পাক নাকি নাকি নাপাক সে বিষয়ে মুজতাহিদ ইমাম এবং ফকীহগণের মাঝে ইখতিলাফ বিদ্যমান্ ইমাম আবু হানীফা , ইমাম লাইছ ইবন সাদ ইমান সুফিয়ান ছাওরী ইমাম শাফিয়ী ইমাম আহমাদ ইবন হাম্বল (রহিমাহুমুম্লাহ) সহ জমহুর আলিমগণের মতে কুকুরের উচ্ছিষ্ট নাজিস তথা নাপাক ।
আর ইমাম মালেক ও কতিপয় ইমামদের মতো তা ত্বহির বা পবিত্র। তবে এ বিষেয়ে ইমাম মালেক(রহিমাহুল্লাহ ) থেকে চারটি মত পাওয়া যায়, যথা:
আরও ইসলামিক বই দেখুনঃ
- খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধান pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনৈতিক মডেল pdf বই ডাউনলোড
অতেএব কুকুরের শিকার হালাল, তাই তার উচ্ছিষ্টও হালাল হবে। হাদীসে বর্ণিত সাতবার ধৌত করার হুকুম নাপাক হওয়ার কারণে নয়, বরং তা ধোয়ার হুকুম ইবাদতরূপে। সাতবার ধৌতকরণ এর হুকুম ইবাদতরূপে নয় বরং নাপাক হওয়ার কারণে।
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ (রহিমাহুল্লাহ) কুকুরের শরীর ও লালার ব্যাপারে তার মাজমুউ ফতওয়ায় এক প্রশ্নের জবাব আলোচনায় বলেছেনঃ কুকুরের ব্যাপারে আলিমগণ পরস্পর ভিন্নমত পোষন করেন। এই ব্যাপারে তিন মত আছে। এর মধ্যে
প্রথমটি হচ্ছে যে, কুকুর পবিত্র। এমনকি তার লালাও পবিত্র। আর এটা ইমাম মালেক রহিমাহুল্লাহ এর মাজহাব
২য় মত: তা অপবিত্র, এমনকি তার পশমও অপব্ত্রি। এটা ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত দুই বর্ণনার একটি মত। (অর্থাৎ ইমাম আহমদের দুই মতের একটি মত) ।
৩য় মত: পশম পবিত্র এবং তার লালা অপব্ত্রি। আর এটা ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ ) এবং ইমাম আহমদ (রহিমাহুল্লাহ ) থেকে বর্ণিত দুই মতো এক মত। আর এটাই হচ্ছে মতগুলোর মধ্যে অধিক বিশুদ্ধতম মত।
অতএব যদি কুকুরের ভিজা পশম শরীর কিংবা কাপড়ে লেগে যায় তবে এর কারণে (অর্থাৎ কুকুরের ভিজা দেহলাগার কারণে ) শরীর ও কাপড় অপবিত্র হবে না। উল্লেখ্য যে, যে পাত্রে কুকুর মুখ দিয়েছে সে পাত্র পবিত্রকরণের পদ্ধতি নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম ইবন তাইমিয়্যাহ,মাজমূ আল-ফাতাওয়া,২/৫৩০
নিচে কুকুর সম্পর্কিত বিধি বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কুকুর বিষয়ক রিসালা বই বইয়ের সাইজঃ 2.56 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ