কুতুল আখাইয়ার শরহে বাংলা pdf বই ডাউনলোড। মানার ও নুরুল আনওয়ার (মতন ও ব্যাখ্যা )-উভয়টি ফিকহ বিষয়ক গ্রন্থ। উসূলে ফিকহ অধ্যায়নের পূর্বে কমপক্ষে পাচঁটি বিষয়ে অবগত হওয়া জরুরি।
১. উসূলে ফিকহের সংজ্ঞা বা পরিচিতি।
২. উদ্দেশ্য ও লক্ষ্য
৩.আলোচ্য বিষয়।
৪. উসূলে ফিকহ সংকলন।
৫.মূল গ্রন্থকার ও ব্যাখ্যাকারের সংক্ষিপ্ত পরিচয়।
উক্ত পঞ্চ বিষয় জানার আবশ্যকতা: কোনো শাস্ত্র অধ্যায়নের পূর্বে উক্ত শাস্ত্রের পরিচিতি বা সংজ্ঞা এজন্য জানা প্রয়োজন যাতে অজ্ঞাত কোনো বস্তুর পিছনে সময় ও শ্রম ব্যয় করা সাব্যস্ত না হয়। উদ্দেশ্য লক্ষ্য জানা জরুরি এ কারণে যে, যাতে অহেতুক ও অনর্থক বিষয় অর্জন করায় শামিল না হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নাসরুল বারী শরহে বুখারী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ২য় খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- নাসরুল বারী শরহে বুখারী ১১তম খন্ড pdf বই ডাউনলোড
এভাবে আলোচ্য বিষয় অবহিত হওয়ার জরুরি এ জন্যে যে, এর দ্বারা এক শাস্ত্র অপর শাস্ত্রের বিষয়বস্তু থেকে পৃথক হয়ে যায়। সংকলন ইতিহাস জানার প্রয়োজনীয়তা এ জন্যে যে, দ্বারা সংকলক সম্পর্কে অবগতি লাভ হয় এবং উক্ত শাস্ত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট বোধগম্য হয়।
গ্রন্থকারের পরিচিত জানা জরুরী এ কারণ যে, গ্রন্থকারের মর্যাদা অবগতি লাভের দ্বারা গ্রন্থের মর্যাদা নিরুপিত হয়। কেননা বক্ত যে স্তুরের হয় তার বক্তৃতা বা কথা সে স্তরের হয়ে থাকে। যেমন প্রসিদ্ধ আছে। রাজার কথা কথার রাজা অর্থাৎ কথক যে ধরণের মর্যাদাবান ও গাম্ভীর্য সম্পন্ন হয় তার কথাও সে পরিমাণ ভাবগাম্ভীর্যময় ও উচ্চাঙ্গের হয়ে থাকে।
বলা হয় বর্তমান অবস্থাকে পূর্বেব অবস্থার উপর অনুমান করাকে। যেমন বলা হয় অর্থাৎ পানির বর্তমান অবস্থাকে পূর্বের অপস্থায় উপর অনুমান করতে হবে। এভাবে যে, বর্তমানে পানি রাখার সময়ে যেহেতু পানি পাক ছিলো। এ কারণ এখনও পাক থাকারই হুকুম আরোপিত হবে। কিন্তু এটা ঐ সময়ে যখন বর্তমান অবস্থায় পানি পাক না নাপাক হওয়ার ব্যাপারে কোনো সঠিক জ্ঞান না থাকে।
যদি স্বচক্ষে দেখার দ্বারা বা অন্য কোনো ব্যক্তির সংবাদ দেয়ার দ্বারা বা অন্য কোনো উপায়ে পানি নাপাক হওয়ার সম্পর্কে জানা যায় তাহলে এক্ষেত্রে ইস্তেসহাবকে দলিল বানিয়ে পানিকে পাক হওয়ার হুকুম লাগানো যাবে না। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কুতুল আখাইয়ার শরহে বাংলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল আকসা লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | বাংলা হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.0 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা জামিল আহমদ সকরোডবী |
অনুবাদঃ | মাওলানা হাফিজুর রহমান যশোরী |