কুরআনুল কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর pdf বই ডাউনলোড। ৬০ খ্রিষ্টাব্দের সতেরই রমযান সোমবার সম্মানিত নগরী মক্কার অন্যতম হেরা পর্বতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিলের সূচনা হয়। জিব্রীল আলাইহিস সালাম সেখানে এই আয়াতসমূহ নিয়ে নাযিল হন, আল্লাহ তাআলা বলেন- অর্থাৎ পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (সূরা আলাক; ১৫) এটিই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হওয়া আল-কুরআনুল কারীমের প্রথম অংশ। তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে শঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত হৃদয়ে ফিরে এলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খাদিজা রাঃ সম্পর্কে ১৫০ শিক্ষণীয় ঘটনা pdf বই
- মহিলা সাহাবী pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- রমযানের ৬০ শিক্ষা ৩০ ফতোয়া pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
এবং আদ্যোপান্ত সমস্ত ঘটনা তার স্ত্রী উম্মুল মুমেনীন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করে তাকে বললেন আমি আমার নিজের আত্মার উপর ভয় করছি। তখন খাদিজা বললেন, কখনো নয়, আপনি বরং সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না।
নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, যারা বহন করতে অক্ষম তাদের পক্ষ হয়ে বহন করে দেন, মেহমানদারী করে এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। তারপর খাদিজা তাকে নিয়ে ওরাকা ইবন নওফেল এর কাছে গেলেন, যিনি সঠিক মত বা পরামর্শ ও হিকমতে প্রসিদ্ধ ছিলেন। খাদিজা ওরাকাকে বললেন, চাচা! আপনার ভাতিজা থেকে শুনুন। অতঃপর যখন রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তার সংবাদ জানালেন তখন ওরাকা ইবন নাওফেল তাকে বললেন।
এই সে-ই নামুস যিনি মূসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছিলেন। হায় আমি যদি তখন যুবক থাকতাম, হায় আমি যদি সেদিন জীবিত থাকতাম যখন তোমাকে তোমার জাতি দেশান্তর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি আমাকে দেশান্তর করবে? ওরাকা বলেন, হ্যাঁ. করবে। তুমি যা নিয়ে এসেছ, অতীতে যিনিই তা নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি সে দিন পাই, তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এই সাক্ষাতের কিছু সময় পর ওরাকা মারা যান।
তবে সমগ্র আল-কুরআনুল কারীম আকবারে রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয় নি, যেভাবে পূর্ববর্তী নবীগণ (আলাইহিমুস সালাম)-এর কিতাবসমূহ নাযিল হয়েছিল। বরং তা পৃথক পৃথকভাবে তেইশ বছর যাবৎ নাযিল হয়েছে। একবারে সম্পূর্ন একটি সূরা কিংবা একটি সূরার কয়েকটি আয়াত নাযিল হতো। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কুরআনুল কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাদশাহ ফাহদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 84.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ সালেহ ইবন আঃ আযীয ইবন মুঃ আলে শাইখ |
অনুবাদকঃ |