কুরআনের জানা অজানা pdf বই ডাউনলোড। আল্লাহ: চিরন্তন সত্তা। জগতের দৃশ্য-অদৃশ্য সকল কিছুর স্রষ্টা। তাঁর কোনো তুলনা নেই। মুহূর্তের জন্যও তাঁর অস্তিত্ব বিলীন হবার নয়। পরিভাষায় এ ধরনের অনিবার্য অস্তিত্বের অধিকারীকে বলা হয় ‘ওয়াজিবুল উজুদ’। ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ওয়াজিবুল উজুদ নেই
নবী: আরবরা ‘নবী’ বলতে অদৃশ্যের সংবাদ-দাতাকে বোঝাতো। শরীয়তের পরিভাষায় নবী হলেন এমন মর্যাদাবান ব্যক্তিত্ব যিনি আল্লাহ তায়ালার কাছ থকে জগদ্বাসীর কাছে হেদায়েতের পয়গাম আনেন। তিনি ওহীর মাধ্যমে দৃষ্টির অন্তরালের অনেক বিষয়ে মানুষকে সতর্ক করেন, ভবিষ্যতের আগাম সংবাদ দেন। নিজ জাতির বর্তমান কর্মকাণ্ডের অসারতা ও পরিনাম সম্পর্কে অবহিত করেন।
ফেরেশতা: আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টি । নুরের তৈরি এবং আমাদের দৃষ্টির আড়াল। না নারী না পুরুষ। তাঁরা সর্বপ্রকার নাফরমানী হতে মুক্ত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করেন।
ওহীঃ আভিধানিক অর্থ ইশারা, সূক্ষ্ম ইঙ্গিত, লেখনি ইত্যাদি। শরীয়তের ভাষায় ওহী হলো এমন কথা যা আল্লাহ তায়ালার তরফ থেকে নবীদের উপর অবতীর্ণ হয়। সরাসরি আসা বা কোনো মাধ্যম হয়ে আসা ইত্যাদি বিচারে ওহীর বিভিন্ন প্রকার থাকলেও সর্বপ্রকার ওহী আল্লাহ তায়ালার কালাম; এতে কোনো তফাৎ নেই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
কুরআন: এ হল পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব । কুরআন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প অল্প করে তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ৬২৩৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব তাঁর উম্মতকে শুনিয়েছেন এবং লিখিয়েও দিয়েছেন। আজ পর্যন্ত তা আমাদের সামনে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বিদ্যমান রয়েছে।
আল্লাহর কালামের পরিচয়!
মনের ভাব প্রকাশ করতে আমরা শব্দ ও বর্ণের কাঠামো ব্যবহার করে থকি। ভাবটা হলো প্রাণ, আর শব্দগুলো দেহ। মূলত কালাম হচ্ছে মনের সে ভাব ভাব সম্পূর্ণ নিরাকার, কাঠামোবিহীন। তাকে কানেও শোনা যায় না, মুখস্থ করে রাখা যায় না। ইলমে কালামের পরিভাষায় একে বলা হয় ‘কালামে নফসী’। এই কালামে নফসী বা ভাব প্রকাশে যে শব্দকাঠামো দেহের ভূমিকায় কাজ করে, তাকে বলা হয় ‘কালামে লফজী’। কালামে লফজী হলো একটা পোশাক, যার ভেতর দিয়ে কালামে নফসীর প্রকাশ ঘটে। মানুষের মতো আল্লাহ তায়ালাও ‘কালাম’ প্রকাশ করে থাকেন; কিন্তু পার্থক্য হলো, মানুষ ভাবপ্রকাশে ভাষার মুখাপেক্ষি হলেও আল্লাহ তায়ালার কোনো ভাষার প্রয়োজন নেই । কোনো কিছুতেই তিনি কোনো মাধ্যমের মুখাপেক্ষি নন।
নিচে কুরআনের জানা অজানা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 39.45 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা নাঈম আবু বকর |
বইয়ের অনুবাদকঃ |