কুরআন ও সুন্নাহর আলোকে রোগীদের জন্য সুসংবাদ
কুরআন ও সুন্নাহর আলোকে রোগীদের জন সুসংবাদ pdf বই ডাউনলোড। আমাদের সমাজে কোন কোন অসুস্থ লোককে জিজ্ঞেস করলে বা টেলিফোন করলে আলহামদুলিল্লাহ বলে না বলে ভালো নেই কেন রকমে চলে যাচ্ছে এক রকম আছি মোটামুটি আছি ইত্যাদি। কিন্তু তার পাশে তার চেয়েও যে খারাপ ও মরনাপন্ন অবস্থায় লোক আছে আল্লাহ যে তার চেছে তাকে ভল রেখেছেন এ কথা চিন্তা করে তার অবশ্যই শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলা উচিত।
আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে তার এবাদত বা তার হুকুম মেনে চলার জন্য পাঠিয়েছেন। মানুষকে দুঃখ কষ্ট দ্বারা পরীক্ষা করে দেখেন যে সে কেমন হুকুম মেনে চলে। যারা পরীক্ষায় পাশ করতে পারেন তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল।
আরও দেখুনঃ কুরআন ও সুন্নাহর আলোকে পর্দা pdf বই
পরীক্ষা দিলেই প্রমোশন হয় পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না তাই পরীক্ষা আসলে প্রমোশনের চিন্তা করে পরীক্ষার্থী খুশী থাকে বেজার থাকে না। দুনিযাতে কষ্ট হোক তা কেউ চায় না। সবাই চায় দুঃখ কষ্ট থেকে দুরে থাকতে। সুখী জীবন যাপন করার স্বপ্ন সবার। কিন্তু বুঝতে হবে সূখী জীবন লাভ করার জন্যই দুঃখের পথ পাড়ি দিতে হয় । দুঃখ ছাড়া সুখ হয় না।
কুরআন সুন্নাহ মেনে চলার মাধ্যমে সুস্থ্য হওয়া
একজন কৃষক অনেক দুঃখ কষ্ট শ্রম সাধনা করে জমি আবাদ করে। এক সময় তার জমি ফুলে ফলে সুশোভিত হয় । আনন্দে তার মন ভরে উঠে।
আরও দেখুনঃ কুদৃষ্টি কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি pdf বই
একজন ডাক্তার অনেক পরিশ্রম করে একজন মরনাপন্ন রোগীর চিকিৎসা করতে থাকে । বিভিন্ন অপারেশন ও সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করে। যখন রোগী সুস্থ হয় ডাক্তারের মন তখন আনন্দে ভরে উঠে।
একজন ছাত্র ভাল রেজাল্ট করার জন্য ঘুম ও বিশ্রাম ত্যাগ করে রাত্রি জাগরন করে লেখা-পড়া করে এবং পরিক্ষা দেয়। পরীক্ষার পর ফল প্রকাশ হলে সে আনন্দ লাভ করে। তাহলে বুঝা যায় যে পরিশ্রম ও দুঃকষ্ট করা ছাড়া সুখশান্তি পাওয়া যায় না। যারা এ জ্ঞানটুকু রাখে তারা ভালমতই জীবন যাপন করে থাকে কিন্তু যারা বুঝতে পারে না তাদের মনে কষ্ট লাগে বেশী এখানেও কষ্ট আখেরাতের জীবনেও কষ্ট। দুঃখ কষ্ট কষ্ট করে কাজ করতে থাকলে পরিনাম ভাল হয়। আর ভাল পরিনামই একজন ঈমানদার মানুষের কাম্য।
আরও দেখুনঃ ইসলামে হালাল ও হারাম pdf বই
নিচে কুরআন ও সুন্নাহর আলোকে রোগীদের জন্য সুসংবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল ইসলাহ প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.9০MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ অধ্যাপক মুজিবুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ