কুরআন ও হাদিসের আলোকে শাফাআত pdf বই ডাউনলোড। কুরআন-সুন্নাহ ও ইজমায়ে উম্মত দ্বারা একথা প্রমাণিত যে, আল্লাহ তালাই হচ্ছেন দুনিয়া আখিরাতের সর্বময় কর্তৃত্ব, রাজত্বের অধিকারী। সবকিছুর মালিকানা তারঁই। আল্লাহ তাআলা বলেন,বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই। (সূরা আন-নাজম, আয়াত: ২৫) । জেনে রাখো, সৃষ্টি ও কর্তৃত্ব তারঁই। (সূরা আল-আরাফ, আয়াত: ৫৪)।
আকাশ ও যমীনের যা কিছু আছে সবই আল্লাহর। (সূরা আল-বাকারাহ, আয়াত: ২৮৪)। হে নবী আপনি বলুন, যাবতীয় বিষয় আল্লাহরই এখতিয়ারে (সূরা আলে ইমরান, আয়াত: ১৫৪)। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন,আজ রাজত্ব কার? সে তো একক প্রবল-পরাক্রান্ত আল্লাহর। (সূরা গাফির, আয়াত:১৬)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জীবনের লক্ষ্য নির্ধারণ pdf বই ডাউনলোড
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- ছোটদের নবী রাসুল pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- হাদিসের নামে জালিয়াতি pdf বই ডাউনলোড
তিনি আরো বলেন, আজ তোমাদের কেউ কারো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখবে না। (সূরা সাবা, আয়াত: ৪২) তিনি তারঁ নবীকে এভাবে জানিয়ে দিয়েছেন: হে নবী! বিচার দিবস সম্বন্ধে তুমি কি জান? আবার বলছি, বিচার দিবস সস্বন্ধে তুমি কী জান? এটা সেদিন, যেদিন কেউ কারো জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেদিন একক কর্তৃত্ব হবে শুধু আল্লাহর। (সূরা আল- ইনফিতার, আয়াত: ১৭-১৯)।
আল্লাহ তাআলা যেমন ইহকাল ও পরকালেল একমাত্র মালিক, ঠিক তেমনিভাবে শাফাআতের একচ্ছত্র মালিক তিনিই। সর্বপ্রকার শাফাআত তারঁই এখতিয়ার বা কর্তৃত্বাধীন। আল্লাহ তাআলা বলেন, হে নবী! আপনি বলুন, যাবতীয় শাফাআত একমাত্র আল্লাহরই এখতিয়ারে। আসমান-যমীনের কর্তৃত্ব একমাত্র তারঁই। অতঃপর তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। (সূরা আয-যুমার, আয়াত: ৪৪)।
আল্লাহ তাআলা শাআফাতের কথা বান্দাদের অন্তরে সৃষ্টি করবেন এবং যাকে ইচ্ছা শাফাআতের অনুমতি দিবেন। বস্তুত শাফাআতের মালিকানা ও কর্তৃত্ব এককভাবে মহান আল্লাহর জন্যই সংরক্ষিত। যারা সুপাশি করবেন তারা তো তারঁই অনুমতি বা নির্দেশক্রমেই করবেন এবং তা তারঁই রহমতের প্রকাশের কারণেই। এ হচ্ছে তারঁ ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন।
তাই তো মহান আল্লাহ কুরআনুল করীমে স্পষ্ট ঘোষণা করেন: তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই। তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? (সূরা আস-সাজদাহ, আয়াত:৪)। তিনি আরো বলেন, তিনি ছাড়া তাদের জন্য অন্য কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই। (সূরা আল-আনআম, আয়াত: ৫১)। তিনি আরো বলেন, তবে কি তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শাফাআতের গ্রহণ করেছে? (সূরা আয-যুমার, আয়াত:৪৩)। তিনি আরও বলেন, তারঁ অনুমতি ছাড়া তো কোনো সুপারিশকারীই হতে পারে না। (সূরা ইউনুস, আয়াত: ০৩)।
নিচে কুরআন ও হাদিসের আলোকে শাফাআত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.80 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ নাজমুল ইসলাম |
অনুবাদঃ |