কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf বই ডাউনলোড। আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর আগে-রামাদান মাসের এক নিশ্চুপ নিশ্চুতি রাতে হেরা গুহায় জিবরাঈল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন কুরআন অন্ধকার প্রকোষ্ঠ সেই যে আলোর ফোয়ারা ছুটেছিলো, সেই ধারা একই গতি, একই তেজ আর শক্তিতে আজও বহমান। অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেলো ঐশী আলোর ছোঁয়া। গোটা মানবসভ্যতার পেলো একটা আসমানি জীবনবিধান। সেই জীবনবিধান সত্যের সারথী, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিলো এক অনন্ত লড়াইয়ের ইশতেহার।
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন- কুরআন যদি পাহাড়ের ওপর নাযিল হতো তাহলে পাহাড় ধসে পড়তো। এতোটাই তেজ আর শক্তি কুরআনের কথাগুলো ধারণ করে। কিন্তু কী আশ্চর্য ঘটনা দেখুন-সেই কুরআনকে মানুষের হৃদয় কতো অবলীলায় ধারণ করতে পারে! মহান রবের কী অপার অনুগ্রহ, সুবহানাল্লাহ!
আরও ইসলামিক বই দেখুন:
- বশীকরণ মন্ত্র কবিরাজি pdf বই ডাউনলোড
- খুতবাতুল আহকাম pdf বই ডাউনলোড
- বিবাহ পাঠ pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
কুরআন নাযিল হয়েছে জীবনবিধান হিসেবে। জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কুরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কুরআন বাতলে দেয় অনন্তের পথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে-কুরআন একদা ঘুরিয়ে দিয়েছিলো ।
ৎপৃথিবীর মোড়, যার সংস্পর্শ পেয়ে আমূল বদলে গিয়েছিলো ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা, সেই কুরআ্ন আজ আমাদের বুকশেলয়ে কী নিদারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে! জীবনের পরতে পরতে আমাদের সাথি হবে-এই উদ্দেশ্যেই নাযিল হয়েছিলো কুরআন, কিন্তু আজ আমাদের জীবনে সাথির কোনো অভাব না হলেও, কুরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব!
আমরা হয়তো কুরআন তিলাওয়াত করি, কিন্তু কখনো কি ভেবেছি যে কি বার্তা এই কুরআন আমাদের দেয়? কেন নবি-রাসূল, সালিহীনদের জীবনেরও পঙ্খানুপুঙ্খ ঘটনাবলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান করে দিয়েছেন। কুরআনে? কুরআনের একটা অক্ষর, একটা যতিচিহৃও অতিরিক্ত নয়।
কুরআন মজুদ থাকা প্রতিটি শব্দের পেছনে আছে রহস্য আর কার্য়কারণ। কিন্তু কুরআনে লুকিয়ে থাকা সেই মনি-মুক্তোগুলোর সন্ধান কিভাবে লাভ করব আমরা? কীভাবে আহরণ করবো সেই জ্ঞান আর সেই নির্যাস, যা লুকিয়ে আছে প্রতিটি শব্দের ভাঁজে, প্রতিটি আয়াতের গভীর, কুরআনকে জীবনের চোখ দিয়ে অধ্যায়ন করলেই কেবল এটা সম্ভব।
নিচে কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সত্যায়ন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 34.0 MB |
প্রকাশ সালঃ | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | আরিফ আজাদ |
বইয়ের অনুবাদকঃ |