কুরআন রমযান তাকওয়া pdf বই ডাউনলোড। মাহে রমযান মুমিনের বোনাস লাভের মাস। সওয়াবের বোনাস নিয়ে প্রতি বছর এ মাস ফিরে আসে মুমিনের কাছে। এ মাস আল কুরআন নাযিলের মাস। লাইলাতুল কদরের মাস। এ মাস আগমনের সাথে সাথে মুসলিম সমাজে শুরু হয় একটি নতুন মওসুম। এ মাসে তারা সওয়াবের ফসল কাটে। এ ফসল কাটে তারা সিয়াম সাধনা, তাকওয়া অনুশীলন এবং সত্য ন্যায় ও নেকীর কাচে প্রতিযোগিতার মাধ্যমে।
মানব সেবা ও মানবকল্যাণে মুমিনের দরদী মন এ মাসে আরো ব্যাকুল হয়ে উঠে। এ মাস মুসলিমদের প্রশিক্ষণের মাস। সিয়াম সাধনার মাধ্যমে তারা তাকওয়া, ইহসান ও মহব্বতের প্রতিক্ষণ লাভের সাথে সাথে আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনের অনন্য প্রশিক্ষণ ও লাভ করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাকওয়া মুমিনের সম্বল pdf বই ডাউনলোড
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যু মুমিনের শান্তি pdf বই ডাউনলোড
- মুমিনের ছয়টি কাজ pdf বই ডাউনলোড
- শাফায়াত ও উসিলা pdf বই ডাউনলোড
হযরত সালমান ফারেসী রাঃ হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাঃ শাবান মাসের শেষ দিন আমাদের সাহাবাদের সম্বোধন করে ভাষণ দেন। তাতে তিনি বললেনঃ হে জনগণ! এক মহাপবিত্র ও বরকতের মাস তোমাদের উপর ছায়া বিস্তার করেছে। এ মাসের একটি রাত বরকত ও ফযীলত মাহাত্ম্য ও মর্যাদার দিক দিয়ে সহস্র মাস অপেক্ষা উত্তম। এ মাসের রোযা আল্লাহ তাআলা ফরয করেছেন এবং এর রাত্রিগুলোতে খোদার সম্মুখে দাঁড়ানোকে নফল ইবাদতরূপে নির্দিষ্ট করেছেন।
যে লোক এ রাতে আল্লাহর সন্তোষ ও তারঁ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন অফরয ইবাদত সুন্নত বা নফল আদায় করবে, তাকে এ জন্যে অন্যান্য সময়ের ফরয ইবাদতের সমান সওয়াব দেয়া হবে। আর যে লোক এ মাসে ফরয আদায় করবে সে অন্যান্য সময়ের সত্তরটি ফরয ইবাদতের সমান সওয়াব পাবে। এটি সবর, ধৈর্য ও তিতীক্ষার মাস। আর সবরের প্রতিফল খোদার নিকট পাওয়া যাবে জান্নাতরূপে।
এ হচ্ছে পরস্পর সহৃদয়তা ও সৌজন্য প্রদর্শনের মাস। এ মাসে মুমিনের রিযক প্রশস্ত করে দেয়া হয়। এ মাসে যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে, তার ফল স্বরূপ তার গুনাহ মাফ করে দেয়া হবে ও জাহান্নাম হতে তাকে নিস্কৃতি দান করা হবে। আর তাকে আসল রোযাদারের সমান সওয়াব দেয়া হবে; কিন্তু সেজন্য আসল রোযাদারের সওয়াব কিছুমাত্র কম করা হবেনা। আমরা নিবেদন করলাম, হে রাসূল! আমাদের মধ্যে প্রত্যেকেই রোযাদারকে ইফতার করাবার সামর্থ রাখেনা।
(এ দরিদ্র লোকেরা এর সওয়াব কিভাবে পেতে পারে?) তখন রাসূল করীম সাঃ-বলেন, যে লোক রোযাদারকে একটা খেজুর, দুধ বা এক গ্লাস সাদা পানি দ্বারাও ইফতার করাবে, সে লোককেও আল্লাহ তায়ালা এ সওয়াবই দান করবেন। আর যে লোক একজন রোযাদারকে পূর্ণমাত্রায় পরিতৃপ্ত করবে; আল্লাহ তায়ালা তাকে আমার হাওয হতে এমন পানীয় পান করাবেন,যার ফলে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে কখনও পিপাসার্ত হবেনা।
নিচে কুরআন রমযান তাকওয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রমাদান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.01 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৫ সাল |
বইয়ের লেখকঃ | মতিউর রহমান নিজামী |
অনুবাদকঃ |