কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত pdf বই ডাউনলোড । শবে বরাত বা “মধ্য-শা’বানের রাত” – এর মর্যাদা সম্পর্কে অনেক কথা সমাজে প্রচলিত। মুসলিমগণ এ রাতে বিশেষ ইবাদতে মগ্ন হয়ে পড়েন।
মীলাদ-মাহফিল, ওয়ায-নসীহত, বিশেষ মুনাজাত, তাবারুক বিতরণ, কবর যিয়ারত ও বিশেষ সালাতে মুসল্লীরা মগ্ন থাকেন এ রাতে।
কিন্তু এ রাতের ফযীলতে কথিত এ সকল বক্তব্য কতটুকু নির্ভরযোগ্য এবং এ রাতের বিশেষ ইবাদত কুরআন সুন্নাহর আলোকে কতটুকু গ্রহণযোগ্য বা গুরুত্বের দাবীদার তা নিয়ে আলিম সমাজে বিভিন্ন বক্তব্য ও মতভেদ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে মুসলমানরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এবং অনেক সময় গালাগালি ও শত্রুতায় লিপ্ত হয়ে পড়েন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআন হাদীসের আলোকে শবে বরাত pdf বই
- শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
- শাবান ও শবে বরাত pdf বই ডাউনলোড
- রমজানের শেষ ১০ দিনে লাইলাতুল কদর pdf ডাউনলোড
- সহীহ সুন্নাহর আলোকে বিতর নামায pdf বই ডাউনলোড
এ সকল মতভেদ ও মতপার্থক্যের উর্দ্ধে উঠে কুরআন ও হাদীসের আলোকে এ রাতের মর্যাদা ও এ রাতের করণীয় নির্ধারণ করা এ পুস্তিকটির উদ্দেশ্য। এতে আমরা মধ্য-শাবানের রাত্রির ফযীলত ও এ রাত্রে বা পরের দিনে পালনীয় বিশেষ ইবাদত সম্পর্কে উদ্ধৃত কুরআনের আয়াত ও মুফাস্সিরগণের বক্তব্য আলোচনা করেছি।
এরপর এ বিষয়ে বর্ণিত ও প্রচলিত সকল হাদীস উদ্ধৃত করে সেগুলির গ্রহণযোগ্যতা, বিশুদ্ধতা বা অশুদ্ধতার বিষয়ে মুহাদ্দিসগণের মতামত পর্যালোচনা করেছি।
শবে বরাত বনাম মধ্য শাবানের রজনী
ফার্সী ভাষায় “শব” শব্দটির অর্থ রাত বা রজনী। বরাত শব্দটি আরবী থেকে গৃহিত। বাংলায় “বরাত” শব্দটি “ভাগ্য” বা “সৌভাগ্য” অর্থে ব্যবহৃত হলেও আরবীতে এ শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন।
আরবীতে “বারাআত” শব্দটির অর্থ বিমুক্তি, সম্পর্কচ্ছিন্নতা, মুক্ত হওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। ফার্সী “লাইলাতুল বারাআত” বা “বিমুক্তিরি রজনী” বলতে আরবী পঞ্জিকার ৮ম মাস, শাবান মাসের মধ্যম রজনী বুঝানো হয়।
কুরআন ও হাদীসে কোথাও “লাইলাতুল বারাআত” পরিভাষাটি ব্যবহার করা হয়নি। সাহাবী-তাবিয়ীগণের যুগেও এ পরিভাষাটির ব্যবহার জানা যায় নি। এ রাতটিকে হাদীস শরীফে “লাইলাতুল নিসফি মিন শাবান” বা “মধ্য শাবানের রজনী” বলা হয়েছে।
সাহাবী-তাবিয়ীগণের যুগের অনেক পরে এ রাতটিকে হাদীস শরীফে “লাইলাতুল বারাআত” বলে আখ্যায়িত করার প্রচলন দেখো দেয়।
আমরা জানি, পরিভাষার বিষয়টি প্রশস্ত, তবে মুমিনের জন্য সর্বদা কুরআন-সুন্নাহ ও সাহাবীগণের ব্যবহৃত পরিভাষা ব্যবহার করাই উত্তম। সাধারণ পাঠকের সহজবোধ্যতার জন্য আমরা মাঝে মাঝে “শবে বরাত” বা “লাইলাতুল বারাআত” পরিভাষা ব্যবহার করলেও সাধারণভাবে আমরা এ গ্রন্থে “শবে বরাত” বুঝাতে “শাবান মাসের মধ্যম রজনী” বা “মধ্য শাবানের রজনী” পরিভাষা ব্যবহার করব।
নিচে কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আস-সুন্নাহ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 1.16 MB |
প্রকাশ সালঃ | 2009 |
বইয়ের লেখকঃ | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
অনুবাদঃ |