কুরআন হাদীসের আলোকে ইসরাইল pdf বই ডাউনলোড। ইসরাইলের রাষ্ট্র ক্ষমতা ও কুরআনে কারীম ইয়াহুদীদের বর্তমান তথাকথিত রাষ্ট্রের কারণে (যা ইসরাইল নামে ১৯৪৬ খৃষ্টাব্দে আরবের প্রাণকেন্দ্র তথা ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়েছে) কতক লোকের ব্যাকুলতা দেখা দিয়েছে। তাদের মতে ইয়াহুদীদের রাষ্ট্র-ক্ষমতা লাভ কুরআনে কারীমের সুস্পষ্ট ঘোষণার পরিপন্থী।
কুরআনের প্রতি আস্থাশীল হিসাবে তাঁদের এই দুশ্চিন্তা যে, খোদায়ী ঘোষণার বিপরীতে এমনটি হল কিভাবে এবং ইসরাইল রাষ্ট্রই বা কিভাবে প্রতিষ্ঠা লাভ করল? এ সম্পর্কে বিভিন্ন জায়গায় অধমকে মৌখিকভাবে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে; তেমনি উত্তর প্রেরণের তাগাদা সম্বলিত একাধিক চিঠিপত্রও অধমের হস্তগত হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
কিন্তু আমার বুঝে আসছে না যে, এদের এই সংশয়ের মূল বুনিয়াদ কী? কুরআনের সেই সুস্পষ্ট ঘোষণাটিই বা কোনটি যা এই সংশয়ের মূল ভিত্তি হতে পারে! আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতদূর জানি, তাতে কুরআনে কারীমে ইয়াহুদীদের রাষ্ট্র-ক্ষমতার ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক কোন একটি ইশারাও এমন পাওয়া যায় না; যার দ্বারা এ জাতীয় সন্দেহের অবকাশ সৃষ্টি হতে পারে ।
ইয়াহুদীরা রাষ্ট্র-ক্ষমতা লাভ করতে পারবে না, এমন কোন ইঙ্গিত তো কুরআনে নেই, উপরন্তু তারা জাগতিক উন্নতি ও অগ্রগতি লাভ করতে পারবে না এমন কোন স্পষ্ট ঘোষণাও নেই । ইয়াহুদী জাতি সম্পর্কে আল কুরআনের একাধিক ঘোষণা কুরআনে কারীমে ইয়াহুদীদের সম্পর্কে মৌলিকভাবে তম্বিমূলক ও শাস্তিমূলক তিনটি ঘোষণা সুস্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে-
* এক. প্রত্যক্ষ ও পরোক্ষ লাঞ্ছনা ।
* দুই. অবিরাম ও অব্যাহত অস্থিরতা ।
* তিন. ধর্মীয় প্রজ্ঞা ও যুক্তির ব্যাপারে স্থায়ী পরাজয় এবং ইলমে ইলাহী ও হিদায়াতে রব্বানী থেকে বঞ্চিত থাকা।
প্রথম ঘোষণা : J; ও লাঞ্ছনা ও আত্মগ্লানি লাঞ্ছনা ও গ্লানি সম্পর্কে কুরআনে কারীমে ইরশাদ হয়েছে :
ضربت عليهم الدِّلَةُ وَالْمَسْكَنَة وَبَامُوْا بِغَضَبٍ مِّنَ اللَّهِ
“তাদের উপর অবধারিত করে দেওয়া হল পরোক্ষ লাঞ্ছনা ও প্রত্যক্ষ লাঞ্ছনা। আর তারা আল্লাহর রোষানলে নিপতিত হয়ে ঘুরতে থাকল।” অন্যত্র ইরশাদ হয়েছে :
(সূরা বাক্বারা-৬১)।
فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَب وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ .
“অতএব তারা ক্রোধের উপর ক্রোধের পাত্রে পরিণত হল। আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।” (সূরা বাক্বারা-৯০) এ থেকে এতটুকু স্পষ্ট হয় যে, ইয়াহুদী সম্প্রদায় বংশানুক্রমে অবাধ্যতা ও খোদাদ্রোহিতার কারণে আল্লাহর রোষানলে নিপতিত হয়েছে। যার ফলশ্রুতিতে তাদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ লাঞ্ছনার শাস্তি চাপিয়ে দেয়া হয়েছে।
নিচে কুরআন হাদীসের আলোকে ইসরাইল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আখতার |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজ | 23 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | কারী মুহাম্মদ তায়্যিব রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা হাবীবুর রহমান |