কুরআন হাদীসের আলোকে শবে বরাত
কুরআন হাদীসের আলোকে শবে বরাত pdf বই। শাবানের পঞ্চদশ রজনী তথা শবেবরাত একটি তাৎপর্যমন্ডিত ও ফজীলত পূর্ন রাত। মুসলিম বিশ্বের অধিকাংশ জনপদে এ রাতের গুরুত্ব অপরিসীম। ওলামা-মাহাদ্দিছীন , আওলিয়া-বুযুর্গানেদ্বীন , ফুকাহা-আইম্মায়ে মুজতাহেদীনের কাছে এ রাতের গুরুত্ব-মাহাত্ম ও ফজীলত স্বতঃস্বীকৃত।
মুসলমানগণ এই রজনীতে বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হন। মুসলিম উম্মাহের মাঝে রাতটির এহন চর্চা না আজকে -এই মাত্র জন্ম নিয়েছে, না বছর কয়েক আগে। না এটি মাত্র যুগের তফাতে এর আগমন ঘটেছে । বরং ইসলামের শুরু লগ্ন থেকে যুগের পর যুগ বছরের পর বছর ধরেই এর চর্চা চলে আসছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রমজান মাস pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- সিয়াম ও রমজান pdf বই ডাউনলোড
- রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন pdf বই ডাউনলোড
- প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড
আবার এমন ও নয় যে কারো ভিন্ন প্রক্রিয়ার স্পন্দনে রাতটি গুরুত্ব মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। বরং এ রাতে ফজীলত ও গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনে যেমনি অপ্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে তেমনি বেশ কিছু হাদীছের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে এ রাতের মাহাত্ম-গুরুত্ব, ও আমলসমূহ স্বীকৃত-প্রমাণিত।
পবিত্র কুরআনে সূরায়ে দুখানের তিন নং আয়াতে আল্রাহ পাক বলেন:-একটি মোবারক রাত্রে আমি এ কুরআন নাযিল করেছি। অতঃপর চার নং আয়াতে বলেন: এই রাত্রে আমি এ কুরআন নাযিল করেছি। অতঃপর চার নং আয়াতে বলেন: এই রাত্রেই প্রত্যেক জ্ঞানপূর্ন বিষয় স্থিরীকৃত হয়।
অর্থাৎ মানুষের ভাগ্য তালিকা বন্টন হয়। এ দিকে ভাগ্য তালিকা বন্টনের রাতকে রাসূল (সাঃ) এর হাদীছে শাবান মাসের পনের তারিখের রাত বলা হয়েছে। এ দুটি কথা একত্র করলে মর্ম দাড়াঁয়, শাবানের পনের তারিখের রাত যাকে শবেবরাত বলা হয়, এই রাতে কুরআন নাযিল করা হয়েছে।
অথচ সূরায়ে ক্বদর পরিস্কার ভাষায় বলা হয়েছে যে পবিত্র কুরআন লাইলাতুল ক্বদর বা শবে ক্বদরে নাযিল করা হয়েছে । যে রাতটা পবিত্র রমযান মাসের অন্তর্ভুক্ত।এখানে দুটি বিষয় লক্ষ্যণীয়। একটা হলো কুরআন নাযিল হওয়ার রাত। আরেকটা হলো ভাগ্য তালিকা বন্টেনের রাত।
নিচে কুরআন হাদীসের আলোকে শবে বরাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ফক্বীহুল মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ শবে বরাত বিষয়ক বইয়ের সাইজঃ 4.65 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মুফতি মিযানুর রহমান সাঈদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ