কুরআন হিফজ করবেন যেভাবে pdf বই ডাউনলোড। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয় আমিই কুরআন নাজিল করেছি আর আমিই তা হেফাজত করব। (সূরা হিজর: ৯) কুরআন একমাত্র গ্রন্থ, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এটি আসমানি প্রতিশ্রুতি। আর আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। (সূরা আলে ইমরান: ৯) ।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতি পূরণে কুরআন সংরক্ষনের বিস্ময়করসব ব্যবস্থা গ্রহণ করেছেন। যেমন তিনি উম্মাহর বহু সন্তানের বুকে কুরআনের ছবি একেঁ দিয়েছেন আর তাকে করেছেন সহজ, এর হিফজকে করেছে আয়ত্তসাধ্য। ফলে কুরআনের শব্দ আজও সংরক্ষিত, অর্থ সুরক্ষিত এবং কুরআনের আমলি রূপ উম্মাহর মাঝে প্রতিষ্ঠিত ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআনুল কারীম হিফজ পদ্ধতি pdf বই ডাউনলোড
- রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন pdf বই ডাউনলোড
- আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
এমনইভাবে যে ভাষায় কুরআন অবতীর্ণ হয়েছে, সে ভাষা ও তার পরিবেশ-পারিপাশ্বিকতাও সুরক্ষিত, যে মহান ব্যক্তিত্বের ওপর তা অবতীর্ণ হয়েছিল, তারঁ জীবনচরিত্র ও অবিকৃত, এমনকি যাদের সম্বোধন করে এসেছে ঐশী এ বার্তা, তাদের জীবনেতিহাস পর্যন্ত আমাদের নকিট অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত অবস্থায় বিদ্যমান।
আজ চৌদ্দশত বছর পরেও শত-হাজার-লাভ মুসলিম সন্তান এ গ্রন্থ বুজে ধারণ করে আছে। হাজানো কুটপ্রচেষ্টা ও ষড়যন্ত্র, হাজারো যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ কুরআনের প্রতিরূপকে বিকৃত করতে পারেনি। বস্তুত কুরআন একটি পরশপাথর এর সংস্পর্শে যা আসে, যে আসে, সবই দামি ও মর্যাদাবান হয়ে ওঠে যে মাসে এ কুরনআন অবতীর্ণ হয়েছে, সে মাস বাকি এগারো মাসের চেয়ে শ্রেষ্ঠ; যে রাতে এ কুরআন এসেছে, সে রাত অন্যসব রাতের তুলনায় মর্যাদাপূর্।
, যে নবীর ওপর এ কুরআন অবতীর্ণ হয়েছে, তিনিও সর্বশ্রেষ্ঠ এবং শেষ ও সমগ্র জাহানের দায়িত্বপ্রাপ্ত। এমনকি ইসলামের চৌদ্দশ বছরের সোনালি ইতিহাসে যারা যেকোনোভাবে কুরআনের সংস্পর্শে এসেছে, তারাই সফলকাম হয়েছে পৌঁছে গেছে মর্যাদার শিখরে..।
দ্বীনী ইলমের সমৃদ্ধি-প্রত্যাশী প্রতিটি ব্যক্তির জনই কুআন ও হাদিসের নুসুস চেক্সট মুখস্ত থাকা অত্যন্ত জরুরি বিষয়। হিফজুল কুরআন এবং হিফজুল হাদিস দুটোই এ ক্ষেত্রে সমানভাবে দরকারি। তবে কুরআনুল কারিমের হাফেজ প্রতিটি মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মর্যাদাপ্রাপ্ত কুরআন সংরক্ষণকারী দলের অন্তর্ভুক্ত হবেন- কারণ, তিনি তাদের এক মহা নিয়ামতে ঋদ্ধ করে এই মূল্যবান গ্রন্থের হাফেজ বানিয়েছেন, তাদের সম্মান বৃদ্ধি করেছেন আর তাদের পুণ্যের ভাগ করেছেন সমৃদ্ধ: মুমিন জাতিকে নির্দেশ প্রদান করেছেন তারা যেন তাদের মর্যাদা দান করে অন্যদের ওপর তাদের অগ্রাধিকার প্রদান করে।
নিচে কুরআন হিফজ করবেন যেভাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল হাসান |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.59 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | ড. রাগিব সারজানি |
অনুবাদঃ | সাদিক ফারহান |