কুরবানীর বিধান Pdf বই ডাউনলোড। সুন্নাহতে এ কথা প্রমাণিত যে, যে ব্যক্তি কুরবানী দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজেব; যুলহজ্জ মাস প্রবেশের সাথে সাথে কুরাবানীর পশু যবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোন লোক বা চুল, নখ ও চর্মাদি না কাটে।
এ বিষয়ে প্রিয় নবী সাঃ বলেন, যখন তোমরা যুলহজ্জ মাসের চাদঁ দেখবে এবঙ তোমাদের মধ্যে কেউ কুরবানী করার ইচ্ছা করবে, তখন সে যেন কুরবানী না করা পর্যন্ত তার চুলও নখ কাটা হতে বিরত থাকে। অন্য এক বর্ণনায় বলেন, সে যেন তার মরা বা ফাটা চর্মাদির কিছুও স্পর্শ না করে। (মুসলিম) বলিষ্ট মতানুসারে এখানে এ নির্দেশ ওয়াজেবের অর্থে এবং নিষেধ হারামের অর্থে ব্যবহার হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুখারী শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- সুনান আন নাসাঈ pdf বই ডাউনলোড
কারণ, তা ব্যাপক আদেশ এবং অনির্দিষ্ট নিষেধ, যার কোন প্রত্যাহতকারীও নেই। (তফসীর আযওয়াউল বায়ান ৫/৬৪০, আল-মুমতে ৭/৫২৯) কিন্তু যদি কেউ জেনে-শুনে ইচ্ছে করেই চুল-নখ খাটে, তবে তার জন্য জরুরী যে, সে যেন আল্লাহর নিকট ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে।
আর তার জন্য কোন কাফফারা নেই। সে স্বাভাবিকভাবে কুরবানীই করবে। আবার প্রয়োজনে (যেমন নখ ফেটে বা ভেঙ্গে ঝুলতে থাকলে বা মাথঅয় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্খা হলে কেটে ফেলতে কোন দোষ নেই। কারণ,সে মুহরিম যে হজ্জ বা ওমরার জন্য ইহরাম বেঁধেছে তার) অপেক্ষা গুরুত্বপূর্ণ নয়, যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মুন্ডিত করাও বৈধ করা হয়েছে।
এই নির্দেশের পশ্চাতে যুক্তি এই যে, কুরবানীদাতা কিছু আমলে মুহরিমের মতই। যেমন, কুরবানীর মাধ্যমে আল্লাহ নৈকট্যলাভ করা ইত্যাদি। তাই কুরবানীদাতা ও মুহরিমের পালনীয় কিঞ্চিৎ কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে। এমন কোন ব্যক্তি চাদঁ দেখার পর কুরবানী করার ইচ্ছা ছিল না, সে চুল বা নখ কেটে থাকলে এবং তারপর কুরবানী করার ইচ্ছা হলে তারপর থেকেই আর তা কাটবে না।
কুরবানী করার জন্য যদি কেউ কাউকে ভার দেয় অথবা অসীয়ত করে,, তবে সেও নখ-চুল কাটবে না। অবশ্য ভারপ্রাপ্ত ব্যক্তি বা অসী এই নিষেধের শামিল হবে না। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি কুরবানী সম্পর্কে আপনাদের সকল জ্ঞান-ধারনা বুঝতে পারবেন।
নিচে কুরবানীর বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.45 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল-হামীদ আল-ফাইযী আল-মাদানী |
অনুবাদকঃ |