কৈশোর থেকে হাশর pdf বই ডাউনলোড। বর্তমান সময়ে মানুষ জীবন ও জীবিকার তাগিদে এতই ব্যস্ত থাকে যে দৈনন্দিন জীবনের প্রতি ক্ষেত্রে কোরআন ও হাদীসের প্রয়োগের কথা চিন্তা করতে পারে না। অথচ এদের প্রয়োগ প্রতিটি ঈমানদারদের জন্য বাধ্যতামূলক। এদের প্রতি অবহেলা পরকালের জন্য অনিষ্টের কারণ হতে পারে।
ইসলাম কি? জিব্রাইল আঃ-এর এই প্রশ্নের জবাবে রাসূল সাঃ- বলেছেন, ইসলাম এই যে, আল্লাহকে এক বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা, দৈনিক নিয়মিত পাচঁ ওয়াক্ত নামায আদায় করা, আল্লাহর নির্ধারিত নিয়মানুযায়ী যাকাত দেয়া, রমাযান মাসে রোযা রাখা এবং সামর্থ থাকলে হজ্জ করা (বোখারী শরীফ, ৪৬ ও সহীহ মুসলিম, ৫)। এ হাদীসটি হযরত আবু হোরায়রা রা. বর্ণনা করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সংঘাত নাকি সমন্বয় pdf বই ডাউনলোড
- রাসূলুল্লাহ (সাঃ) এর ঘরে ১ দিন pdf বই ডাউনলোড
- কেমন ছিলেন রাসূলুল্লাহ সাঃ pdf বই ডাউনলোড
- পূর্ণাঙ্গ নামায ও যাকাতের বিধান pdf বই ডাউনলোড
- কুরআনুল কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর pdf বই ডাউনলোড
তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ সা. প্রকাশ্য দরবারে সকলের সামনে বসেছিলেন। এমন সময় একজন অপরিচিত লোক তারঁ দরবারে আসলেন এবং অতি সরলভাবে কিছু প্রশ্ন করলেন। তারঁ দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলাম কি? আগস্তুকের প্রশ্ন করা এবং রাসূলুল্লাহ সাঃ-এর জবাব দেয়ার পর্ব শেষ হলে আগস্তুক চলে গেলেন।
সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাঃ সাহাবাগণকে আদেশ করলেন, তাঁকে আমার নিকট ফিরিয়ে আন। কিন্তু আগস্তুক কোথায় চলে গেলেন সাহাবাগণ আর দেখতে পেলেন না। অতঃপরে রাসূলুল্লাহ সাঃ- বললেন’ ঐ আগস্তুক ছিলেন জিব্রাইল ফেরেশতা। তোমাদের দ্বীনের প্রধান বিষয়সমূজ জ্ঞা করার জন্য তিনি এসেছিলেন।
ইসলাম কি? এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাঃ-যা বলেছেন তা থেকে বুঝা গেল, অর্থাৎ- (১)ঈমান (২) নামায (৩) যাকাত (৪) রোযা এবং (৫) হজ্জ, এই পাচঁটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত । এদের প্রত্যেকটির অনেক শাখা প্রশাখা রয়েছে। সেগুলোর বিস্তারিত আলোচনা আলাদাভাবে করা হবে।
মহান আল্লাহ যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আঃ- থেকে নবী রাসূলগণের আগমন শুরু। তাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার। পবিত্র কোরআনে বলা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের এক একজন রাসূল রয়েছে। সূরা ইউনস,১০;৪৭।
নিচে কৈশোর থেকে হাশর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহসান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 11.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | ফজলুল হক মজুমদার |
বইয়ের অনুবাদকঃ |