কোরআন হাদিসের আলোকে এতিম প্রতিপালন pdf বই। সকল প্রশংসা সেই মহান করুনাময় আল্লাহ তাআলার যিনি বিশ্বজগতের প্রতিপালক। মহা নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ ও সালাম। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, যা পূর্ণরূপে ইসলামি মূলনীতি, চিন্তা চেতনা ও দ্বীনের দৃষ্টান্তমূলক নমুনার উপর ভিত্তিশীল।
যার মাধ্যে দুনিয়া ও আখিরাত, আসমান ও জমিন, শাসক ও শাসিত, নারী ও পুরুষ, গরিব ও ধণী এবং বংশ ও সমাজের যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক জীবনে ছোট-বড় সব বিষয় এবং যাবতীয় আইন-কানুনের উৎস একমাত্র ইসলামি শরিয়ত।
আরও দেখুনঃ ইজমা কিয়াস ও ফিকহ শাস্ত্র pdf বই ডাউনলোড
এতিম সমাজেরই একজন। সে ছোট অবস্থা তার বাবাকে হারিয়েছে, হারিয়েছে তার রক্ষাণাবেক্ষণকারী ও পথ প্রদশর্নকারীকে। এজন্য তার বিশেষ প্রয়োজন এমন একজন ব্যক্তির যে তার খরচ যোগাবে, দেখাশুনা করবে, তার সাথে ভাল ব্যবহার করবে, তাকে নসিহত করবে, উপদেশ দিবে এবং সৎপথ প্রদর্শন করবে।
আমাদের প্রিয় নবী রাসূল সাঃ এতিম ছিলেন ।
যাতে সে মানুষের মত মানুষ হতে পারে, পরিবারের জন্য কল্যাণকর কর্মী এবং সামাজের জন্য দরদী ও উপকারী। হতে পারে। আর যদি এতিমের প্রতি অবহেলা করা হয়। দায়িত্ব না নিয়ে তার অবস্থার উপর ছেড়ে দেয়া হয়। তার যদি কোনো পথ প্রদর্শক ও রক্ষণাবেক্ষণকারী না থাকে, তাহলে সে বিপথগামী হয়ে যেতে পারে।
আরও দেখুনঃ আশা ও বাসনা pdf বই ডাউনলোড
পরিশেষে সমাজের বোঝা হয়ে দাড়াঁতে পারে। আর সে ক্ষেত্রে এ সমাজই দায়ী হবে। কেননা তার হক আদায়ের ব্যাপারে সমাজ অবহেলা করেছে এবং দায়িত্ব পালনে কমতি করেছে। তাই এতিম প্রতিপালন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । সমাজ ও জাতির ভবিষ্যৎ সুখ ও শান্তিময় হওয়া এ বিষয়ের উপর নির্ভরশীল। তাই দুনিয়া ও আখেরাতের শান্তির বার্তা আনয়কারী ইসলাম এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিক্ষক, পথ প্রদর্শক ও এই জাতির সৌভাগ্যের দিশারী হিসাবে প্রেরণ করেছেন। কোরআন-হাদিসের আলোকে এতিম প্রতিপালন নামক পুস্তিকাটি লেখার কারণ এই যে, আমি সৌদী আরবের মক্কা মুকাররামায় অবস্থিত বিশ্ববিখ্যাত উম্মুর কুরা বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর অধ্যয়ন শেষে দেশে ফেরার প্রস্তুতি হিসাবে উস্তাদ মহোদয়গণের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, ।
আরও দেখুনঃ আমীমুল ইহসান বারকাতী pdf বই ডাউনলোড
নিচে কোরআন হাদিসের আলোকে এতিম প্রতিপালন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.80 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ওসমান গনি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ