ক্রোধ হিংসা অনিষ্ট ও প্রতিকার pdf বই ডাউনলোড। ক্রোধ ও হিংসা মানবাত্মার এমন এক কঠিন ব্যাধি, যাহা তিলে তিলে মানুষের আমল- আখলাক ও দ্বীনদারীকে ধ্বংস করিয়া মানুষের ইহলৌকিক ও পারলৌকিক জীবনকে চরম বিপর্যয়ের দিকে ঠেলিয়া দেয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রোধ দমন নূর অর্জন pdf বই ডাউনলোড
- মহাজীবন pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- আত্মার ব্যাধি ও প্রতিকার pdf বই ডাউনলোড
- ১১৩ সূরা ফালাক আরবী ও বাংলা অর্থ সহ
মানবের আখলাক-চরিত্র ও সুস্থ বিকে ধ্বংস করিয়া দেওয়ার অন্যতম উপাদান হইল ক্রোধ। এই সর্বনাশা ক্রোধের অনিষ্টের কথা কালামে পাকে এইভাবে বিবৃত হইয়াছে- অর্থাৎ- ইহা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, যাতা হৃদয় পর্যন্ত পৌঁছিবে।
অর্থাৎ আগুন যেমন ভস্মের মাঝে সুপ্ত থাকে, অনুরূপ ক্রোধের অগ্নিও মানবাত্মার গভীরে লুকায়িত থাকে। চকমকি পাথরে ঘর্ষণ লাগিতেই যেমন অগ্নি বিচ্ছুরিত হয়, তদ্রুপ মানবাত্মায় অহংকারের সামান্য স্পর্শ লাগিতেই উহাতে ক্রোধের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠে। রূহানী শক্তিসম্পন্ন আল্লাহ ওয়ালাগণ ঈমানের নূরের আলোকে এই কথা জানিতে পারিয়াছেন, যে, মানুষের মধ্যে এমন একটি শিরা আছে যাহা শয়তানের সহিত সাদৃশ্যপূর্ণ।
সুতরাং মানবাত্মায় ক্রোধের আগুন যখন অতিশয় প্রজ্জলিত হয় তখন সে যেন শয়তানের সহিত নিজের নৈকট্য ও সাদৃশ্যতার দাবীদার হয়। এই শিরাটির প্রকৃতিগন সম্পর্ক শয়তানের সহিত। শয়তান বলিয়াছিল- অর্থাৎ আমাকে সৃষ্টি করিয়াছ আগুন দ্বারা এবং আদমকে সৃষ্টি করিয়াছ মাটি দ্বারা। মাটির প্রকৃতি হইল স্থিতি আর আগুনের স্বভাব হইতেছে উর্ধ্বমুখী প্রজ্জ্বলন।
আমাদের নিজের ক্রোধকে দমন করতে হবেই।
সুতরাং ক্রোধের মুহুর্তে মানব স্বভাবেও যখন অস্থিরতা প্রকাশ পায় তখন মনে হয় না যে, সে মাটি দ্বারা সৃজিত হইয়াছে। বরং এই উগ্রতা দেখিয়া স্বভাবতই মনে হয় যেন তাহাকেও শয়তানের মত আগুনের উপাদান দ্বারাই সৃষ্টি করা হইয়াছে। ক্রোধের পরিণাম হইল হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও মানুষের অকল্যাণ কামনা করা। এই সর্বনাশা ক্রোধের কারণেই বহু মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়।
সুতরাং এই ধ্বংসাত্মক উপাদানটির উৎপত্তিস্থল সম্পর্কে সকলেরই অবগতি আবশ্যক যেন উহা হইতে আত্মরক্ষা করা যায় এবং অন্তরে উহা বিদ্যমান থাকিলে তথা হইতে উহা দূর করিয়া অন্তরকে নির্মল ও পরিস্কার রাখা যায়।
কেননা, মানুষ যতক্ষণ মন্দ বিষয় সম্পর্কে না জানিবে ততক্ষণ তাহার পক্ষে উহাতে লিপ্ত থাকা বিচিত্র নহে। অবশ্য মন্দ বিষয় কেবল জানা থাকিলেই যে উহা হইতে আত্মরক্ষা করা যাইবে এমন নহে। বরং উহা হইতে আত্মরক্ষা এলাজ ও প্রতিকার সম্পর্কে সম্যক জ্ঞান থাকিতে হইবে। সুতরাং এক্ষণে আমি ক্রোধের অপকারিতা উহার হাকীকত ও পরিচয়, ক্রোধের আসবাব এবং প্রতিকার প্রসঙ্গে আলোচনা করিব।
নিচে ক্রোধ হিংসা অনিষ্ট ও প্রতিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মোহাম্মদী লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.46 MB |
প্রকাশ সালঃ | ২০০০ |
বইয়ের লেখকঃ | হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহঃ |
অনুবাদঃ | মোহাম্মদ খালেদ |