ক্লোন ষড়যন্ত্র pdf বই ডাউনলোড। গৌরীর ডাইরীর পাতা উল্টিয়ে চলেছে আহমদ মুসা। ডাইরির পাতার দুই-তৃতীয়াংশ পর্যন্ত লেখা। বিস্মিত আহমদ মুসা স্বগত কন্ঠে বলল, তবে যে গৌরী বলল সুড়ঙ্গে আমাকে প্রবেশ করতে দেখে সে ডাইরি লিখেছে, যা পড়ার জন্যে আমাকে বলেছে। কিন্তু পনের বিশ মিনিটে কি কেউ এতটা লিখতে পারে।!! ডাইরির পাতা উল্টিয়েই চলল আহমদ মুসা।
ডাইরির পাতা দুই-তৃতীয়াংশের মত শেষ হলো শেষের কয়েকটা পাতা লাল কলিতে লেখা। আহমদ মুসার বুঝার বাকি রইল না নিশ্চয় এই লাল কালির লেখাগুলোই গৌরী তার জন্যে লিখে গেছে। পড়া শুরু করল আহমদ মুসা: আমার নিজের কথা শেষ করতে পারলাম না।
আরও দেখুনঃ ইতিহাসের পাতা pdf বই ডাউনলোড
তোমাকে সুড়ঙ্গে দেখে মনে কিছু করো না তুমি বলেই সম্বোধন করলাম। তোমাকে সেদিন হোটেলে দেখার পর থেকেই কেন জানি মনে হচ্ছে, শত বছরের চেনা তুমি আমার, যাকে আপনি বলে দূরে ঠেলে দেয়া সম্ভব নয়। যে কথা বলছিলাম, তোমাকে সুড়ঙ্গে দেখার পরেই আমার মনে হলো আমার সময় শেষ। তোমাকে আমার সাহায্য করতেই হবে।
আমরা মানুষ হয়ে মানুষের ষড়যন্ত্র করে থাকি কত টা ভয়ংকর ।
সেটা শুধু তোমার জন্যে নয়, আমার জন্যেও । আমার কথা, যা এ পর্যন্ত লিখেছি, পড়লে দেখতে পাবে, আমি আমাকে, আমার পরিবারকে মুক্ত করার জন্যে ব্ল্যাক সানে যুক্ত হয়েছিলাম। কিন্তু এখানে এসে সবই হারিয়েছি। তুমি আর কি কি করবে সব আমি জানি না, কিন্তু তুমি আমার সেভিয়াত তা নিশ্চিত্ তোমার দ্বারা মুক্তি ঘটবে আমার আত্মার, এই অন্ধকার জীবন থেকে।
আরও দেখুনঃ আন্দামান ষড়যন্ত্র pdf বই ডাউনলোড
আমি আনন্দিত। দুঃখ আমার একটাই আমার পরিবারকে আমি রক্ষা করতে পারলাম। না। এই রক্ষা করতে না পারার দুঃখ আমার, সে কথা তোমাকে বলার জন্যেই আমার এই লেখা। সেটা আমার পরিবারের রচম দুর্ভাগ্যের কাহিনী, আমার আতংকের কাহিনী
আমাদের দুর্ভাগ্য, আমাদের আতংক আমার মাকে নিয়ে। আমার ২২ বছর বয়স পর্যন্ত মাকে নিয়ে আমার এই আতংক মনে জাগেনি। আমার মা আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমার দুবোন ও আমার বাবার প্রান যেমন আমাদের মা, তেমনি আমরাও তার প্রাণস্বরূপ। অত্যন্ত সুখী ছিল আমাদের পরিবার । আমার নির্মেঘ এই সুখের আকাশে প্রথম কালো মেঘ মাথা তুলল, আমার ২২ বছর বয়সে যা আগেই বলেছি।
আরও দেখুনঃ সোনালী পাতা pdf বই ডাউনলোড
নিচে ক্লোন ষড়যন্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.56 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ