ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের স্মৃতিচারণ pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি পাপ মার্জনকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী ও সর্বাপেক্ষা কল্যাণকারী। তিনি ব্যতীত আর কোন উপাস্য নেই এবং তার নিকটই চূড়ান্ত প্রত্যাবর্তন। আবার সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি যখন কোন কিছু মনস্থ করেন শুধু বলেন, হও! আর তা হয়ে যায়। তার দয়ায় তিনি মূসা আলাইহি সালাম ও তার উম্মতকে ফেরাউনের নির্মমতা হতে হেফাজত করেছিলেন, যিনি নূহ আলাইহিস সালাম-এর ডাকে সাড়া দিয়েছিলেন।
তারঁ অপার দয়ায় তিনি ইউনুস আলাইহিস সালাম-কে তারঁ দুআর বরকতে মুক্তি দিয়েছিলেন। সমস্ত অহমিকা একমাত্র তারই জন্য যিনি আইয়্যুব আলাইহিস সালাম-কে তার দুঃখ-দুর্দশা থেকে মুক্তি দিয়েছিলেন ও ইউসুফ আলাইহিস-সালাম কে দীর্ঘদিন পর পুনরায় তার পিতার নিকট ফিরিয়ে দিয়েছিলেন।
আরও ইসলামিক বই দেখুন
- মুসলিম মনীষীদের জীবনকথা pdf বই ডাউনলোড
- উন্নত জীবন pdf বই ডাউনলোড
- ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
- নূহ আঃ দা‘ওয়াহ pdf বই ডাউনলোড
- রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি ব্যতীত আমার কোন উপাস্য নেই, তারঁ কোন শরীক নেই, অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ বান্দা ও রাসূল। হে আল্লাহ পৃথিবীতে যত সংখ্যক বান্দা আল্লাহ ও তার দিন-রাতের ঘর্ণণকে স্মরণ করে তত পরিমাণ শান্তি ও রহমত আপনি তার রাসূল সাঃ এর ওপর বর্ষন করুন। এটি যে সকল বান্দার গুনাহ করার পর পরবর্তীতে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে তাওবা করেছে তাদের স্মৃতি ও অনুভুতি সম্বলিত একটি সংকলন।
এতে প্রধান ব্যক্তিদের স্বীকারোক্তি যাদের যৌবন কাল ছিল চঞ্চলতা ও চপলতাপূর্ণ। যাদের প্রবল যৌন কামনা ছিল অভিভুত করার মত, এছাড়াও এটি কিছু যুবতী মহিলাদের ঘটণা সম্বলিত একটি বই যাদের যৌবন কাল গুনাহ পুর্ণ। এতে রয়েছে তাদের অতীত জীবনের কিছু স্মরণীয় ঘটনা ঘটনাগুলো এ আশাতেই আলোচিত হয়েছে যে, যেন এ ঘটনাগুলো হতে অন্যরা কিছুটা হলেও উপকৃত হয়।
এ সমস্ত লোকেরা আল্লাহর নিকট ফিরে গিয়েছে ও তারঁ নিকট হতে পুরস্কারের অপেক্ষায় রয়েছে। তারা একদা যৌবনের উত্তেজনায় বিভিন্নভাবে প্রলোভিত হয়েছে ও যৌবনের স্বাদ উপভোগ করেছে। এভাবেই তারা তাদের দুর্বল ঈমান দায়িত্বের কারণে ও শয়তানের ধোকাঁয় গুনাহের কর্দমে আটকে পড়েছিল। এ সমস্ত লোকেরা আল্লাহর কালাম বিশ্বাস করত: অর্থাৎ- আমার বান্দাদের বলে দাও, যে আমিতো পরশ ক্ষমাশীল, পরম দয়াশীল।
(সূরা আল-হিজর, ১৫:৪৯)। এছাড়াও তারা সর্বশক্তিমান আল্লাহর কালামে বিশ্বাস করত: অর্থাৎ- এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুদ শাস্তি! এটা হচ্ছে সেই সমস্ত লোকেদের গল্প যাদের তওবা আল্লাহকে সন্তুষ্ট করেছে। আল্লাহর তাদেরকে প্রয়োজন নেই। তাদের আল্লাহকে প্রয়োজন।
নিচে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের স্মৃতিচারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুস সালাম বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.56 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. মুহম্মদ আবদুর রহমান আল-আরিফী |
অনুবাদঃ | মুফতী মুস্তফা আল মাহমুদ |