খলিফা হত্যাকান্ড pdf বই ডাউনলোড। দীর্ঘদেহী। চওড়া কাঁধ। পেশিবহুল শরীর। দুধে আলতা মেশানো গায়ের রং। লালচে। দাড়িগুলো মেহেদি দিয়ে রাঙানো। চলার সময় ডানে-বাঁয়ে দুলে হাঁটতেন। লম্বা লম্বা পা ফেলে চলতেন। মনে হতো তিনি কোনো বাহনের ওপর আরোহিত। তাকে দেখেছেন এমন একজন বলেন-
এক ঈদের দিনে আমি উমরকে দেখেছি।
তিনি খালি পায়ে হেঁটে আসছেন। তাঁর গায়ে একটি কাতারি চাদর। চুলগুলো এদিক-সেদিক দুলছে।
নাম উমর। উপাধি ফারুক। পিতার নাম খাত্তাব। ইসলামের দ্বিতীয় খলিফা। ৪৫ জন পুরুষ ও ১১ জন নারীর পরে ইসলাম গ্রহণ করেন । প্ৰথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন ১০ বছর ৬ মাস ৮ দিন।
আরও ইসলামিক বই দেখুনঃ
চারিত্রিক গুণাবলি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন-
আমি তাঁকে খুব ভালোভাবে লক্ষ করেছি, আমি যখন কোনো ব্যাপারে কারো উপর কঠোর হতাম তিনি আমার দিকে সন্তুষ্টচিত্তে তাকাতেন। আর যদি কোনো ব্যপারে শিথিলতা দেখাতাম তিনি কঠোর দৃষ্টিতে আমাকে
দেখতেন ।
কঠিন-কোমলে মেশানো চরিত্রের অধিকারী। সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণকামী ছিলেন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি ছিল একই রকম। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে খুব বেশি কঠোর হননি, যাতে মানুষ তাঁকে ভয় পায়; আবার শিথিলতাও প্রদর্শন করেননি, যাতে বিশৃঙ্খলা তৈরির সুযোগ সৃষ্টি হয়। বরং মাঝামাঝি অবস্থানে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষের প্রাপ্য অধিকার আদায়ে তিনি কখনোই কারও পরোয়া করেননি।
অধিকার আদায়ের প্রশ্নে সব সময়ই আপসহীন ছিলেন । একবার এক ভাষণে তিনি বলেছিলেন, ‘যে শাসক অবিচার করে, পক্ষপাতিত্ব করে, সে শাসক হিসেবে অযোগ্য।’ অধস্তন ব্যক্তিদের সঙ্গে তাঁর আচরণ, ন্যায়পরায়ণতা এবং সমাজে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তাঁর প্রণীত আইন ও আইনের বাস্তবায়ন যেকোনো শাসকের জন্য অনুকরণীয়।
ইমাম গাজালি বর্ণনা করেন-
“রোম সম্রাট কায়সার একবার মদিনায় দূত পাঠালেন মদিনার শাসনব্যবস্থা পর্যবেক্ষণের জন্য। দূত মদিনায় এসে একজনকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের রাজা কোথায়?” লোকটি উত্তর দিল, ‘আমাদের কোনো রাজা নেই। তবে আমাদের একজন নেতা আছেন। মদিনার আশপাশে কোথাও আছেন। খুঁজে দেখো, পেয়ে যাবে।’
দূত উমরকে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখলেন, তিনি প্রখর রোদে বালুর ওপর শুয়ে আছেন। চাবুক ভাঁজ করে মাথার নিচে দিয়ে বালিশ হিসেবে ব্যবহার করছেন।
নিচে খলিফা হত্যাকান্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নবপ্রকাশ |
বইয়ের ধরণঃ | খলিফা হত্যাকান্ড বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.56 MB |
প্রকাশ সাল | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | ড. কামিল কিলানী |
বইয়ের অনুবাদকঃ | ইশতিয়াক আহমদ |