খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস pdf বই ডাউনলোড। আমি বনি ইসরাইলকে একথা স্পষ্ট বলে দিয়েছিলাম যে, ভূপৃষ্ঠে তোমরা দু-বার অনর্থ সৃষ্টি করবে এবং মারাত্মক দাপট দেখাতে আরম্ভ করবে। অতঃপর যখন ঐ দুটোর প্রথমবারের ওয়াদা আসবে, তখন তোমাদের বিরুদ্ধে এমন প্রচণ্ড শক্তিশালী বান্দাদের আমি পাঠাব, যারা হবে খুব যুদ্ধবাজ। তারপর তারা তোমাদের ঘরবাড়ির ভেতর ঢুকে পড়বে তোমাদের শাস্তি দেওয়ার জন্য।
এটা একটা কার্যকর ওয়াদা; সংঘটিত হবেই হবে। তারপর তোমাদের তাদের উপর প্রবল করে দেব আমি। তোমাদেরকে ধনসম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করব। জনসংখ্যার দিক থেকে বিরাট এক বাহিনীতে পরিণত করব তোমাদের।যদি তোমরা ভালো কাজ করো, নিজেদের জন্যই করবে। আর যদি মন্দ করো তবে তা-ও তোমাদের নিজেদের জন্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
অতঃপর যখন দ্বিতীয়বারের প্রতিশ্রুতি আসবে, তোমাদের বিরুদ্ধে ফের আমি অন্যদের কর্তৃত্ব প্রদান করব, যাতে তারা মেরে মেরে বিকৃত করে দেয় তোমাদের মুখমণ্ডল। এবং প্রথমবার যেভাবে ওই লোকগুলো ঢুকে পড়েছিল মসজিদে, এরাও সেরকমভাবে প্রবেশ করবে। যাদের উপরেই এদের কর্তৃত্ব ও জবরদস্তি চলবে— সবাইকেই বরবাদ করে দেবে। আশ্চর্যের কিছু না—তোমাদের রব হয়তো তোমাদের উপর অনুগ্রহশীল হবেন। আর তোমরা পুনরায় যদি সেই একই মন্দ কাজ করো, তা হলে তোমাদের সাথে আমিও ফের তা-ই করব। আর আমি কাফেরদের জন্য জাহান্নামকে জেলখানা বানিয়ে রেখেছি।’
হাদিসের আয়নায় দেখা ইতিহাস : ভবিষ্যদ্বাণী
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : (১) কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ মুসলিমরা এমন এক তুর্কি সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ না করবে, যাদের চেহারা হবে ঢালের মতো চওড়া; প্রশস্ত। এ সম্প্রদায়ের লোকজন পশমের পোশাক পরিধান করবে। তাদের জুতোও হবে পশমের তৈরি।
(২) তোমরা কেয়ামতের পূর্বে এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে, যাদের জুতো হবে পশমের তৈরি। চেহারার গঠন হবে এমন—যেন-বা চওড়া-প্রশস্ত এক ঢাল। মুখ হবে টকটকে লাল। চোখ ছোট-ছোট এবং খুব তীর্যক।
(৩) কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, যতক্ষণ তোমরা এমন লোকদের সাথে যুদ্ধ না-করবে, যারা হবে ক্ষুদ্রাকার তীর্যক চোখ এবং চ্যাপটা-ছোট নাকবিশিষ্ট। সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ও মুসলিমবিশ্বে ঘটে যাওয়া তাতার-আগ্রাসনের প্রত্যক্ষদর্শী সাক্ষী মহান ইমাম নববি (মৃত্যু : ৬৭৬) এইসব হাদিসের ব্যাখ্যায় বলেন—নিঃসন্দেহে রাসুলের বলা আলামতগুলোর পূর্ণ ধারক এই তুর্কিরাই (অর্থাৎ তাতাররা)। তাদের সাথে মুসলিমদের যে যুদ্ধ বেধেছিল, সেদিকেই রাসুলের এসব হাদিসের ইঙ্গিত। আমাদের জামানায় এই লোকগুলো হাদিসে উল্লিখিত সবক’টি আলামত পুরোপুরি পেয়ে গেছে। মুসলমানরা এদের সাথে বহুবার যুদ্ধ করেছে, যা এখনও জারি আছে।
নিচে খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 81.00 MB |
প্রকাশ সাল | 2020 সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা ইসমাইল রেহান |
বইয়ের অনুবাদকঃ | আলমগীর মুরতাজা |