খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস ২য় খন্ড pdf বই ডাউনলোড। সুলতান জালালুদ্দীন এখন হিন্দুস্থানের মাটিতে অবস্থান করছেন। এই হিন্দ- ভূমিতে তার বংশগত আত্মীয়তা রয়েছে। তার মা ছিলেন হিন্দুস্থানি নারী। আর এই মুলুকের সীমান্তেই জীবনের পিঞ্জিরা ভেঙে উড়ে গেছেন সেই মা। তারই পুত্ৰধন আজ মাতুলালয়ের দেশে খানিক আশ্রয় খুঁজতে লেগেছে। এই উদ্বাস্তু দিনগুলিতে, সিন্ধুর তীর-সংলগ্ন বনজঙ্গলে অবস্থানরত সুলতান জালালুদ্দীন লুণ্ঠিত কাফেলার এক সরদারের মতো তার জীবনে ঘটে-যাওয়া এই দুর্ঘটনা নিয়ে গভীর চিন্তামগ্ন হয়ে উঠলেন।
এইসব দুর্ঘটনায় স্রেফ দু-বছরের ভেতর পালটে গিয়েছিল পুরো মুসলিমবিশ্বের মানচিত্র। দু-বছর পূর্বে যে খানদানের সাম্রাজ্য ইরানের উত্তরদিকের আল-বুরজ পর্বতশ্রেণি থেকে পেশোয়ার, সাইহুন-নদী থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, আজ সেই প্রভাব-প্রতিপত্তির জানাজা ঘটে গেছে। আরগেঞ্চ থেকে সিন্ধুতট পর্যন্ত সমস্ত ইসলামি শহর ভস্মীভূত হয়ে গেছে। দক্ষিণে রাজ্যের সর্বশেষ সীমান্ত থেকেও বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন খাওয়ারিজমের এই শেষ সম্রাট।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
সেদিন সুলতানের খুব মনে হতে লাগল পিতার কথা, যার মাহাত্ম্য ও আতঙ্কে পানি হয়ে যেত দুনিয়ার শাসকদের ক্ষমতার দম্ভ। আজ তার সমাধি সেই সুদূর উপত্যকার ভেতর মানবজাতির জন্য শিক্ষার এক উপকরণ হয়ে পড়ে রয়েছে। মনে পড়তে লাগল সেই দাদির কথা, যার গাম্ভীর্য ও প্রতিপত্তিতে তুর্কমান সরদারদের ভেতর কাঁপুনি শুরু হয়ে যেত। সুলতান ভাবছিলেন, আজ সেই দাদি নিষ্ঠুর তাতারদের মুঠোর ভেতর তড়পাচ্ছেন। প্রিয় বোন সেই খান সুলতান, যে তার ভাইকে খুব মহব্বত করত, তার কথাও খুব মনে পড়ছিল।
এই খান সুলতান ছিল সুলতানের সকল দুঃখকষ্টের ভাগীদার। আজ সে কোনো গোঁয়ার তাতার শাহজাদার হাতে বন্দি। কুতুবুদ্দীন, আক সুলতান ও রোকনুদ্দীন, এরা সকলেই তার প্রিয় ভাইবেরাদর। সবাই সেই কবেই শহিদ হয়ে গেছে। মা, বিবি, সন্তান, নিকটাত্মীয় ও প্রিয়ভাজনেরাও নিশ্চিহ্ন হয়ে গেছে। কোরবান হয়ে গেছেন পদে পদে সঙ্গে-থাকা জানবাজ সিপাহসালারগণ। জীবনের প্রথমভাগে নিরাপদ স্বস্তির মধ্যে থাকা সমস্ত মুসলিম জনসাধারণের মস্তকও নেমে গেছে ধড় থেকে।
স্থানে-স্থানে মাথার খুলির সুউচ্চ মিনার আকাশ স্পর্শ করে আছে। কিন্তু এদের সবার এই কোরবানিতে উম্মাহর জন্য কী অর্জিত হয়েছে? স্রেফ এক পরিপূর্ণ পরাজয়। শত্রুর লাঞ্ছনাকর গোলামি। এখন কি তবে আমার সমস্ত মেহনত-মুজাহাদায় সফলতার কোনো আশা রাখা যাবে না? এ পরাজয়কে উম্মতে মুসলিমার ধ্বংস ও পতনের সুনিশ্চিত তাকদির ভেবে ছুড়ে ফেলতে হবে হাতের তলোয়ার?
এইসব প্রশ্ন জট পাকাতে লাগল সুলতানের মাথার ভেতর।
নিচে খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 81.00 MB |
প্রকাশ সাল | 2020 সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা ইসমাইল রেহান |
বইয়ের অনুবাদকঃ | আলমগীর মুরতাজা |