খাযায়েনে কোরআন ও হাদীস pdf বই ডাউনলোড। এই বইটি এমন একটি বই এই বইয়ের সম্পর্কে ও বলে শেষ করা যাবে না কারণ হচ্ছে বইটি খাযায়েনে কোরআন ও হাদীস এর অর্থেই বুঝা যায় যে বইটি অনেক মূল্যবান কিছু আছে যেগুলো আমাদের প্রত্যেক এর খুব থেকে খুব বেশি প্রয়োজন । বিশেষ করে এখানে, হচ্ছে কোরআন শরীফের যত সূরা আছে এবং আমাদের জন্য বরকতময় উপকারময় সেই সব সূরা এবং কি এর আমল করলে কি হবে তা উল্লেখ করা আছে সহীহ ভাবে। তার জন্যই বইটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
হযরত আবদুল্লাহ বিন খুবাইব রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, একদা গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইছি ওয়াছাল্লাম-এর খোঁজে বাহির হইলাম। খুজিঁতে খুঁজিতে তাহাঁকে পাইয়া গেলাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফাজায়েলে আমল ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- সংগ্রামী সাধকদের ইতিহাস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- কুরআন সুন্নাহর আলোকে নবীজীর নামাজ pdf বই
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আল কোরআন দ্যা চ্যালেঞ্জ মহাকাশ ১ম খন্ড pdf বই
অতঃপর তিনি ইরশাদ করিলেন, আবদুল্লাহ তুমি পাঠ করিও। আমি বলিলাম, কি পাঠক করিব? হুযুর বলিলেন, প্রত্যহ সকাল-সন্ধ্যায় সুরায়ে কুল হুওয়াল্লাহ আহাদ, কুল আঊযু বিরাব্বিল ফালাক ও কুল আঊযু বিরাব্বিন্নাছ প্রতিটি তিনবার করিয়া পাঠ করিবে। তাহা হইলে সর্ববিষয়ে ইহা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইবে। (মেশকাত শরীফ ১৮৮ পৃষ্ঠা।)
ব্যাখ্যাঃ বিখ্যাত মোহাদ্দেস হযরত মোল্লা আলী ক্বারী রহঃ মেরকাত ৪র্থ খন্ড, ৩৭০ পৃষ্ঠায় লিখিয়াছেন যে, আল্লামা ত্বীবী রহঃ বলেন, সর্ব বিষয়ে যথেষ্ট হইবে কথাটির দুইটি অর্থ হইতে পারে: ১– সকল অনিষ্টকারীর সব রকম অনিষ্ঠ হইতে হেফাযতের জন্য ইহাই যথেষ্ট রাক্ষাকবচ।
২– যে কোন অনিষ্ট ও ক্ষতি হইতে হেফাযতের জন্য এ ওযীফাই যথেষ্ট, এতদুদ্দেশ্যে ইহার পর আর কোন ওযীফা পড়ার দরকার থাকে না। বর্তমানে মুসলমান কত পেরেশান, কত রকমের সমস্যায় জর্জরিত। কাহারও জ্বিন কিংবা ভূত-প্রেতের আক্রমণের পেরেশানী, কাহারও দুশমন কর্তৃক যাদু- বানটোনার পেরেশানী।
কাহারও দোকান, কায়-কারবার কিংবা বিবাহ-শাদীর ওপর যাদু চালাইয়া ক্ষতিসাধণ করা হইতেছে। কাহারও দোকানে গ্রাহক আসিতেছে না কিংবা ছেলে-মেয়ের বিবাহ হইতেছে না। (ঘরের ভিতরে বা বাহিরে যে কোন ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার আশংকা। যেমন, শারীরিক বা আর্থিক ক্ষতি বা গাড়ী- ঘোড়ার এ্যাক্সিডেন্ট ইত্যাদি। কেহবা প্রতিনিয়তই নিত্য-নতুন বালা-মুসীবত ও মুশকিলের সম্মুখীন হইতেছে। আমরা যদি প্রত্যহ সকাল-সন্ধ্যায় দুই-তিন মিনিটের এই ওযীফাটি আদায় করি, তাহা হইলে সর্ব প্রকার সমস্যা ও বালা-মুসীবত হইতে ইনশা আল্লাহ অবশ্যই হেফাযত ও নিরাপদ থাকিব। )
নিচে খাযায়েনে কোরআন ও হাদীস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | খানকাহ এমদাদিয়া আশরাফিয়া |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.21 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | হযরত মা: শাহ হাকীম মু: আখতার ছাহেব |
অনুবাদঃ | মাওলানা আব্দুল মতীন বিন হুসাইন |