খিলাফত ও রাজতন্ত্র pdf বই ডাউনলোড। মুসলিম জাতির ইতিহাসের দুর্বিনীত সময় ও বিক্ষুব্ধ ঘটনাগুলো মুসলিমদের মনে ও জীবনে সর্বদা এক বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারসাম্য বজায় রেখে সেই সময় ও ঘটনাকে নির্ভুলভাবে উপস্থাপন করা এবং সঠিক শিক্ষাটা সেখান থেকে তুলে আনা সবার পক্ষে সম্ভব হয় না।
যারা ইতিহাসের এই দ্বন্দ্ব-বিক্ষুব্ধ সময়েও প্রয়োজনীয় ভারসাম্য বজায় রেখে এবং চিন্তার সংযত ও প্রজ্ঞার যথাযথ প্রয়োগের মাধ্যমে মানবজাতির সামনে প্রকৃত বিবরণ উপস্থাপন করতে পারে, সময়ও ইতিহাস তাদের সাথে অবিচার করে না।
তাই ইসলাম চিন্তার ভারসাম্য ও কর্মের পরিমিতিবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী আল্লাহ তাআলা বলেন- হে মুমিনগণ! তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কখনো কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে ইনসাফ প্রতিষ্ঠা থেকে বিরত থেকো না। সুবিচার করো; এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী । সূরা মায়েদা:৮
আরও ইসলামিক বই দেখুনঃ
- নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত pdf বই ডাউনলোড
- খিলাফাত ব্যবস্থার রাষ্ট্রীয় কাঠামো pdf বই ডাউনলোড
- খিলাফাহই সমাধান pdf বই ডাউনলোড
- হিজবুত তাহরির pdf বই ডাউনলোড
- আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
সাধারণভাবে ভারসাম্য রক্ষার এই আদেশ সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সকল ব্যক্তিই ন্যায়বিচার করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। পাশাপাশি সকল মানুষকে বিচার করতে হবে ইনসাফের নিক্তিতে; এটা সকল মানুষের আল্লাহ প্রদত্ত অধিকার। সেই বিবেচনায় সকল মানুষকে যদি ইনসাফের সাথে বিচার করা আবশ্যক হয়, তাহলে রাসূল সাঃ-এর ভাষায় যে মানুষগুলো সর্বোত্তম মানুষ ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাঁদের বিচার বা মূল্যায়নের ক্ষেত্রে এই ভারসাম্য বা ইনসাফ রক্ষার প্রয়োজনীয়তা কতটুকু- তা বলার অপেক্ষা রাখে না।
কারণ, তারাঁই ছিলেন রাসূল সাঃ-এর আদর্শের একমাত্র বিশ্বস্ত সূত্র। তাঁদের বিষয়ে ভারসাম্যহীন আচরণ করা বা বেইনসাফি করার অর্থ হচ্ছে- ইসলামের ভেতর ভারসাম্যহীনতা ও অবিচারের দুয়ার উন্মুক্ত করে দেওয়া। তারাঁই নববি আদর্শের একমাত্র বিশ্বস্ত সূত্র। তাঁদের বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করা মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা। তাই উম্মতের শ্রেষ্ঠ মনীষী তথা সালাফগণ এই সর্বোত্তম মানুষ তথা সাহাবায়ে কেরামের মূল্যায়ন বা বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন।
সাহাবিদের রাজ্যশাসন ও পারস্পরিক যুদ্ধ-সংঘাতের মতো কঠিন বিষয়েও ভারসাম্যপূর্ণতার অনন্য নজির রেখেছেন। সালাফগণ কুরআন ও হাদিসের অতল ভান্ডার থেকে প্রমাণাদি হাজির করে ইতিহাসের সেই উত্তল মুহুর্তের সঠিক বিবরণ এনে যথোপযুক্ত দিকনির্দেশনা দিয়েছেন। অন্যদিকে ইতিহাসে এমন নজির ও প্রচুর রয়েছে, যেখানে লেখকগণ নিজেদের পান্ডিত্য ও মাহাত্ম্যের সাথে যথাযথ সুবিচার করতে সক্ষম হননি। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে খিলাফত ও রাজতন্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 18.1 MB |
কাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনে তাইমিয়া রহ. |
অনুবাদকঃ | কামরুল হাসান নকীব |