খেলাফত বনাম জাহালত pdf বই ডাউনলোড। রসূলুল্লাহ সাঃ বলেন, যে কেউ বায়াত বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে তার জাহেলিয়াতের মৃত্যু হয়। (মুসলিম) এই হাদীসে বায়াত হওয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং বায়াত বিহীন মৃত্যুকে জাহিলিয়াতের মৃত্যু নামে আখ্যায়িত করা হয়েছে। ইবনে হাযার আসক্বালানী রহ. এখানে জাহেলিয়াতের মৃত্যুর অর্থ সম্পর্কে বলেন, এখানে জাহেলিয়াতের মৃত্যু এর অর্থ হল।
ইসলাম আসার পূর্বে আরব দেশে জাহেলী যুগের লোকেদের যে অবস্থা ছিল সেই অবস্থায় তথা কোনো অনুসরণীয় নেতা না থাকা অবস্থায় বিভ্রান্তভাবে মৃত্য বরণ করা। যেহেতু জাহেলী যুগে আরব দেশের লোকেরা এ বিষয়ে একক নেতৃত্বের আনুগত্য করার গুরুত্ব সম্পর্কে অনবহিত ছিল। (ফাতহুল বারী) ।
আরও দেখুনঃ কওমি মাদরাসা শিক্ষানীতি pdf বই ডাউনলোড
মোট কথা জাহেলী যুগে আরবের লোকেরা একজন নেতার অধীনে একতাবদ্ধ হওয়ার পরিবর্তে বংশগত পরিচয়ের ভিত্তিতে ছোট ছোট দল-উপদলে বিভক্ত হয়ে ছিল। এক দল অন্য দলের নেতৃত্ব মানতে প্রস্তুত ছিল না। ফলে তাদের পক্ষে একতাবদ্ধ হয়ে বৃহত্তর রাষ্ট্র গঠন করা সম্ভব হয় নি। যেভাবে সে সময় রোম-পারস্যের লোকেরা করেছিল।
কিন্তু ইসলাম বংশ গোত্র ইত্যাদি পরিচয় ভুলে ঈমানী পরিচয়ের উপর ভিত্তি করে সকল মুসলিমকে এক নেতার অধীনে একতাবদ্ধ হতে নির্দেশ দেয়। যাতে তারা বিশ্বের বাতিল শক্তির মুকাবিলায় শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাড়াতে পারে এবং পৃথিবীর বুকে আল্লাহর বিধান কায়েম করতে পারে। সমগ্র মুসলিম উম্মাহর এক নোতার হাতে বায়াত হয়ে একতাবদ্ধ থাকবে এটাই ইসলামের নীতি।
আরও দেখুনঃ আল্লাহ ও বান্দার মাঝে সেতুবন্ধন pdf বই ডাউনলোড
বিপরীতে দেশ, ভাষা, বংশ, গোত্র ইত্যাদি পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হওয়াএকবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আনসার সাহাবা আর একজন মুজাহির সাহাবা পরস্পরের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েন। তখন আনসার সাহাবা চিৎকার করে বলেন।
ওহে আনসাররা আর মুহাজির সাহাবা চিৎকার করে বলেন ওহে মুহাজিররা। এই ডাক শুনে রসূলুল্লাহ সাঃ বলেন, কি ব্যাপার জাহেলিয়াতের ডাক কেনো ? সাহাবায়ে কিরাম সব ঘটনা খুলে তিনি বললেন, এসব পরিত্যাগ করো কেননা তা দুর্গন্ধময়। (বুখারী)।
আরও দেখুনঃ কাসরুল আমাল pdf বই ডাউনলোড
নিচে খেলাফত বনাম জাহালত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.48 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ