গল্পে গল্পে অর্থনীতি pdf বই ডাউনলোড।অনেককাল আগের কথা। বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে মানিক নামে একজন দরিদ্র রাখাল বসবাস করত। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় গৃহস্থ হবার । সে স্বপ্ন দেখত একদিন তার গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ হবে এবং নিজে স্বাবলম্বী গৃহস্থ হবার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান করতে । কিন্তু যতই দিন যেতে থাকল, তার সেই স্বপ্ন পূরণের আশা ফিকে হয়ে আসতে লাগল। প্রতিদিন তার সময় চলে যেতে লাগল গরুর পাল মাঠে চরাতে এবং সন্ধ্যায় তাদের নিয়ে ঘরে ফিরতে।
এই একঘেয়ে জীবনে অতিষ্ঠ হয়ে মানিক একদিন ঠিক করল, গরু চরানো বাদ দিয়ে গ্রামের বড় দিঘিতে মাছের চাষ করবে এবং বাজারে গিয়ে সেই মাছ বিক্রি করবে। পরিকল্পনা মোতাবেক কাজ করতে গিয়ে প্রথম বিপত্তি বাধল টাকা সংগ্রহে । সামান্য রাখাল সে; এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? নাছোড়বান্দা মানিক অবশ্য এত সহজে হাল ছাড়বার পাত্র ছিল না। স্বপ্ন পূরণ করা তার চাই-ই চাই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
অনেক চিন্তা ভাবনা করে সে একটি বুদ্ধি বের করল । পরদিন সকালে বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা দিল, ‘গ্রামের মাঝখানে মস্ত বড় যেই পদ্ম দিঘি রয়েছে, সেখানে মাছের চাষ করব । আপনারা চাইলে ব্যবসায় শরিক হতে পারেন। যারা যারা শরিক হবেন তাদের প্রত্যেকে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী লাভ এবং মালিকানার অংশ পাবেন ।’মানিক ছিল সবার বিশ্বস্ত এবং খুব কর্মঠ ব্যক্তি হিসেবে সমাদৃত । তাই যাদের হাতে টাকা ছিল তারা সবাই এই ব্যবসায় শরিক হতে রাজি হয়ে।
গেল । এভাবে গ্রামের ৮০ জন ব্যক্তির প্রত্যেকে ১০০ টাকা করে মোট ৮,০০০ টাকা চাঁদা দিল। তারপর মানিক নিজে ২,০০০ টাকা চাঁদা দিল এভাবে মোট ১০,০০০ টাকা দিয়ে সবাই মিলে মাছের কারবার শুরু করল । গ্রামের পদ্ম দিঘিকে ঘিরে এই কারবার গড়ে উঠেছিল বলে প্রকল্পটির নাম দেয়া হলো ‘পদ্মরাগ’ । খেয়াল করে দেখুন, ‘পদ্মরাগের’ অংশীদার মোট ৮১ জন । তাদের মাঝে ৮০ জনের মালিকানা ১ শতাংশ করে এবং মানিকের মালিকানা ২০ শতাংশ । তাই মোট লাভের ২০ শতাংশ মানিক এবং ৮০ শতাংশ বাকি সবাই পাবে। খুব সহজ হিসেব এবং অত্যন্ত চমৎকার উদ্যোগ।
আমাদের প্রত্যহ জীবনে এমন উদ্যোগ আমরা দেখে থাকি । সবাই মিলে একসাথে ব্যবসা করার এরূপ উদ্যোগকেই বাংলায় বলে অংশীদারিত্ব ব্যবসা এবং ইংরেজিতে বলে শেয়ারে ব্যবসা । তিন চার জন বন্ধু মিলে ক্ষুদ্র পর্যায়ে যেমন অংশীদারিত্ব ব্যবসা করা সম্ভব, ঠিক তেমনি পুঁজিবাজারে নাম লিখিয়ে বড় পর্যায়েও অংশীদারিত্ব ব্যবসা করা সম্ভব । একই বস্তুর বিভিন্ন রূপ। শেয়ারে ব্যবসা করা আর কিছুই নয়, সবাই মিলে অংশীদারিত্বের ভিত্তিতে কারবার করারই অপর নাম । আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে গল্পে গল্পে অর্থনীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | অর্থনীতি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 33.52 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মোহাইমিন পাটোয়ারী |
বইয়ের অনুবাদকঃ |