গুনাহর অপকারীতা pdf বই ডাউনলোড। অনেকেই মনে করে থাকেন, গুনাহ করতেই থাকো। আর সকাল-বিকাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী ১০০ বার বলে দেবো। তখন সকল গুনাহ মাফ হয়ে যাবে অথবা এক বার হজ্জ করে ফেলবো তা হলে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো, আপনি শুধু আল্লাহ তাআলার রহমত ও দয়ার আয়াত এবং এ সংক্রান্ত রাসূল সাঃ-এর হাদীসগুলেোই দেখছেন।
কোরআনও হাদীসে কি আল্লাহ তাআলার শাস্তির কোন উল্লেখ নেই? সুতরাং আপনি তারঁ শাস্তির ভয় না পেয়ে শুধু রহমতের আশা করছেন কেন? কেউ কেউ মনে করেন যে, মানুষ গুনাহ করতে বাধ্য। সুতরাং গুনাহ করায় মানুষের কোন দোষ নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হারাম ও কবীরা গুনাহ pdf বই ডাউনলোড
- গুনাহ মাফের উপায় pdf বই ডাউনলোড
- কবিরা গুনাহ pdf বই ডাউনলোড
- অহংকার একটি মারাত্মক গুনাহ pdf বই ডাউনলোড
আমরা বলবোঃ মানুষ যদি গুনাহ, করতেই বাধ্য হয় তা হলে আল্লাহ তাআলা ও তদীয় রাসুল সাঃ কোরআন ও হাদীসে গুনাহর শাস্তির কথা উল্লেখ করলেনই বা কেন? আল্লাহ তায়ালা কি নাঊযু বিল্লাহ এতো বড় যালিম যে কাউকে কোন কাজ করতে বাধ্য করবেন। আবার তাকে সে জন্য শাস্তিও দিবেন। আপনি দয়া করে বাস্তবে একটুখানি পরীক্ষা করে দেখবেন কী? আপনার অন্তরে যখন কোন গুনাহর ইচ্ছে জন্মে তখন আপনি উক্ত গুনাহ করার জন্য এতটুকুও সামনে অগ্রসর হবেন না।
তখন আপনি দেখবেন, কে আপনাকে ধাক্কা দিয়ে কাজটি করিয়ে নেয়। আপনি কি দেখছেন না যে, দুনিয়াতে এমনও কিছু লোক রয়েছেন যারাঁ গুনাহ না করেও শান্তিতে জীবন যাপন করছেন। সুতরাং আপনি একাই গুনাহ করতে বাধ্য হবেন কেন? কেউ কেউ মনে করেন, গুনাহ করলে তো ঈমানের কোন ক্ষতি হয় না কারণ, আমল ঈমানের কোন অংশ নয়। সুতরাং গুনাহ করতে কি? কারণ, জান্নাত তো একদিন না একদিনই মিলবেই।
কিছু মানুষ আছে গুনাহ করবে নিজ ইচ্ছে।
তাদেরকে আমলা বলবো আমল ঈমানের কোন অংশ না হয়ে থাকলে রাসূল সাঃ-ঈমানের শাখা সমূহ বর্ণনা করতে গিয়ে আমলের কথা কেনই বা উল্লেখ করলেন এবং আল্লাহ তাআলাও তদীয় রাসূল সাঃ-কোরআন ও হাদীসের বান্দাহর আমলের কারণেই ঈমান বাড়বে বলে অনেকগুলো প্রমাণ উল্লেখই বা করলেন কেন? কেউ কেউ মনে করে থাকেন, আমরা যতই গুনাহ করি না কেন আমরা তো পীর-ফকির ও বুযুর্গদেরকে খুবই ভালোবাসি। সুতরাং তাদের ভালোবাসা আমাদেরকে বেড়া পার করিয়ে দিবে এবং তাদের উসিলায় দেআ করলে কাজ হয়ে যাবে।
আমরা বলবো: সাহাবাগণ কি রাসূল সাঃ-কে ভালোবাসতেন না? সুতরাং তারাঁ কেন এ আশায় গুনাহ করতে থাকেননি। তাদের জ্ঞান বুদ্ধির কোন অভাব ছিল কি? কেউ কেউ মনে করে থাকেন, আমার বংশে অনেক আলিম ও বুযুর্গ রয়েছেন। সুতরাং তারাঁ আমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না। আমরা বলবো: রাসূল সাঃ- এবং সাহাবাদের সন্তান ও আত্মীয়-স্বজনরা এ আশায় কেন গুনাহ করতে থাকেননি। তাদের জ্ঞান-বুদ্ধির কোন অভাব ছিলো কি?। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে গুনাহর অপকারীতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.83 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মোস্তাফিজুর রহমান বিন আঃ আজীজ |
অনুবাদঃ |