গুরাবা pdf বই ডাউনলোড। ধূসর এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুটি পথে বিভক্ত করেছেন। একটি গুরাবাদের পথ;অন্যটি বিত্তশীল ও খ্যাতিমানদের পথ। রহস্যঘেরা দুনিয়াতে গুরাবাদের সব ইচ্ছা পূরণ হবে না বলেই আল্লাহ তাআলা জান্নাত নামের একটি উদ্যান তৈরী করে রেখেছেন তাদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে গুরাবা বানিয়েছেন।
যাতে তারা এই দুনিয়া নামক অন্ধকারপথে হাটঁতে হাটঁতে নিজেকে হারিয়ে না ফেলে। এই দুনিয়ার সাময়িক সম্পদ, ঐশ্বর্য আর আভিজাত্যের ভিড়ে তারা যেন ভুলে না যায় মহান রবের কথা। এই দুনিয়ার লোভের রঙিন চশমার ফ্রেমে বন্দি হয়ে ভুলে না যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হে যুবক ফিরে এসো রবের দিকে pdf বই ডাউনলোড
- কাজের মাঝে রবের খোঁজে pdf বই ডাউনলোড
- আল হিজাব pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- দুনিয়া কি এবং কেন pdf বই ডাউনলোড
আখিরাতকে অনুসন্ধানী চোখ যেন গরিব হয়ে জন্মের রহস্য খোজে; অথচ আদৌ সে-রহস্য কেউ উম্মোচন করতে পারবে কি না, জানা নেই। আল্লাহর পরীক্ষায় সফলতা পেতেই আমাদের জন্ম হতে পারে! অনেক কিছুই হতে পারে। রহস্য অনাবৃত করতে আমরা ডুবি বিশুদ্ধতার অতলে-কখনো চিন্তার, কখনো ধ্যানে কিংবা সর্বসীমানা পেরিয়ে। অবশেষে বিনাশ দুয়ারে ঠিক প্রয়োজনকালেই আল্লাহর ডাক এসে যায়- আমি জানি, যা তোমরা জানো না।
এই তো দর্শন এই তো জীবন, এই তো হাসি, এই তো খুশি,, এটিই তো ধসূর দুনিয়া । যা মুমিনের জন্য কারাগারস্বরূপ। কারাবন্দি আর কী চাইতে পারে? চাওয়ার ক্ষমতা তার নেই। কেবল তা ব্যতীত, বিশ্ব প্রতিপালক যার ইচ্ছা করেন- চাইতে তো পারেন তিনিই। এই দুনিয়া গুরাবা হলে কখনোই হতাশ হওয়া চলবে না। প্রকৃত ঈমানদারদের জন্য এই দুনিয়া কখনোই আনন্দদায়ক ছিল। বারবার হোঁচট খেতে হবে, দুঃখ-কষ্ট- সমস্যায় জর্জরিত হতে হবে-এটিই নিয়ম।
ইবনে কাসীর রহিমাহুল্লাহু বলেন, দুনিয়াটা মহান রবের কাছে নিতান্তই তুচ্ছের । তার প্রমাণ হলো, মহান রবের কাছে ঈমানদার মানুষ অনেক প্রিয় হওয়া সত্ত্বেও তিনি তাকে অভুক্ত ও অনাহারী রাখেন। আর কুকুর দুনিয়াতে ইতর প্রাণী হওয়া সত্ত্বেও তৃপ্তিসহকারে কুকুরের খাবারের ব্যবস্থা করেন। মানুষের জীবনে হাজারও কষ্ট থাকে, পাথরচাপা কষ্ট। বুকের মধ্যিখানে লুকিয়ে থাকে স্বপ্নভঙ্গের কষ্ট, অপূর্ণতার নিদারুণ কষ্ট। এই কষ্টগুলো বাকিরা দেখে না।
একজন দেখেন, একজন জানেন। তিনি শুনতে পান কষ্টের প্রতিটি শব্দ তিনি ভালো করেই শুনতে পান। আমার যত কষ্ট, আমার যত দুঃখ. আমি তাকেঁই সব বলব। নীরবে- নিভৃতে তারঁ সাথে আলাপন করব আমার বুকের জমানো ব্যথা নিয়ে। আমি তো গুরাবা, কেন দুনিয়ার লোকদের কাছে বলতে যাব! আমারও একটি দুঃখের কথা বলার আছে। কষ্টের সময়গুলো হাসিমুখে স্রষ্টার দাসত্ব করে যাওয়াই তো আমার সবর।
নিচে গুরাবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আসলাফ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু বকর আল-আজুররী রহ. |
অনুবাদঃ | সাইফুল্লাহ আল মাহমুদ |