গোল্ড ইজ মানি pdf বই ডাউনলোড। গোল্ড স্ট্যান্ডার্ড!? শব্দটা শোনার পর আমার প্রথম এক্সপ্রেশন ছিল-ভ্রুকুঞ্চন। অতঃপর কিছুটা তাচ্ছিল্যভাব। কিন্তু লেখকের বায়োগ্রাফি দেখে সমীহ তাচ্ছিল্যের জায়গা দখল করে নিতে সময় লাগেনি। জেমস রিকার্ডস নিউইয়র্ক টাইমস বেষ্ট সেলার রাইটার। মার্কিন আইনজীবী, ভাষ্যকার, ইনেভেস্টমেন্টে বিশেষজ্ঞ।
তিন ধরমের বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে বিনিয়োগ, বিনিয়োগ পরামর্শ এবং বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতালব্ধ। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিনির্ধারণী বৈঠকের অন্যতম অতিথি। ফলে পড়তে শুরু করেছি, এবং শেষ করতে করতে সম্পূর্ণ নতুন চিন্তাজগতের সাথে পরিচিত হয়েছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা pdf বই ডাউনলোড
- না কোন শূন্যতা মানি না pdf বই ডাউনলোড
- আসুন দ্বীনকে মানি pdf বই ডাউনলোড
- অঞ্জন এ লেখাটা তোর জন্য pdf বই ডাউনলোড
- নতুন দাওয়াত নতুন পয়গাম pdf বই ডাউনলোড
অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তা অঙ্গাঙ্গি জড়িত। বিগত শতকে তিনবার বিশ্ব অর্থব্যবস্থা ধসের মুখে পড়েছে। দুইবার তা বিশ্বযুদ্ধে গড়িয়েছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর অর্থনীতিতে দেশগুলোর দ্বিতীয় সারির এজেন্ডা থেকে প্রথম সারিতে উঠে এসেছে। স্নায়ুযুদ্ধকালে সব দেশের মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু ছিল-নিরাপত্তা, ভৌগোলিক অখন্ডতা। কিন্তু কোল্ড ওয়ার সমাপ্ত হওয়ার পর অর্থনীতিই হয়ে ওঠে দেশগুলোর মুখ্য চিন্তা।
বিশেষত. অর্থনীতিকে হাতিয়ার বানিয়ে চীনের বিস্ময়কর উত্থানের পর ইকোনোমি শুধু উন্নয়নে সীমাবদ্ধ নেই; বরং ইকোনোমিক উইপন-এর পরিণত হয়েছে। গত শতাব্দীর পুরো অর্থব্যবস্থা এবং কারেন্সি সিস্টেমকে বিশ্লেষণ করে এই সামগ্রিক ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লেখক।
অর্থের সাথে স্বর্ণের সম্পর্ককে সামনে রেখে কিছু সমস্যা, সম্ভাবনা এবঙ নতুন চিন্তা উপস্থাপন করেছেন তিনি। সহজভাবে বলতে গেলে স্বর্ণের সাথে সম্পর্কহীনতাকেই প্রচলিত অর্থ ও মুদ্রাব্যবস্থার সকল সমস্যার জন্য দায়ী করেন রিকার্ডস এবং উত্তরণের একমাত্র পথ হিসেবে স্বর্ণভিত্তিক মুদ্রাব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি উপস্থাপন করেন। ফলে স্বাভাবিকভাবেই অর্থনীতি, বিশ্বনিরাপত্তায় অর্থনীতির ভূমিকা এবঙ অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলো আলোচনায় আসার কথা, কিন্তু আসছে না,। কেন? বইয়ের শেষ নাদাগ আপনি উত্তর পেয়ে যাবেন।
নিচে গোল্ড ইজ মানি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | টাকা বিষয়ক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32.07 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | জেমস রিকার্ডস |
অনুবাদকঃ | রাকিবুল হাসান |