গোসলের পদ্ধতি pdf বই ডাউনলোড। হযরত সায়িদ্যদুনা জুনাইদ বাগদাদী বলেন:- ইবনুল কুরাইবী বর্ণনা করেন, একবার আমার স্বপ্নদোষ হলো, আমি তখন গোসল করার ইচ্ছা পোষণ করলাম। প্রচন্ড শীতের রাত ছিলো। তাই আমার নফস আমাকে পরামর্শ দিলো: এখনও রাতের অনেকাংশ বাকী আছে, এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? সকালে প্রশান্ত মনে গোসল করে নিতে পারবে। আমি তাড়াতাড়ি আমার নফসকে একটি অনুপম শাস্তি দেয়ার শপথ করলাম।
তা হলো- আমি প্রচন্ড শীতের মধ্যেই কাপড় সহ গোসল করব এবং গোসল করার পর কাপড় না নিংড়িয়ে ভিজা কাপড়েই থাকব এবং শরীরেই সে ভিজা কাপড় শুকাব, বাস্তবে আমি তাই করলাম। যে দুষ্ট নফস আল্লাহ তাআলার কাজে অলসতা করার জন্য প্ররোচনা দিয়ে থাকে তার এরূপ শাস্তিই হয়ে থাকে।
আরও দেখুনঃ জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
প্রিয় ইসলামী ভাইয়েরা ! আপনারা দেখলেন তো ! আমাদের পূর্ববর্তী বুযুর্গরা তাদেঁর নফসের ধোকাঁবাজীকে দমন করার জন্য কত বড় বড় কষ্ট সহ্য করেছিলেন। উপরোক্ত বর্ণিত ঘটনা থেকে সে সকল ইসলামী ভাইদের শিক্ষা গ্রহণ করা উচিত, যারা রাতে স্বপ্নদোষ হওয়ার পর পরকালের ভয়ানক লজ্জাকে ভুলে গিয়ে শুধুমাত্র পারিবারের সদস্যদের লজ্জায় বা অলসতার কারণে গোসল থেকে বিরত থেকে।
আমরা গোসলের জন্য ফজরের ফরয নামাজ টা কাজা করে ফেলি ।
ফযরের নামাযের জামাআত নষ্ট করে। এমনকি আল্লাহ পানাহ নামায পর্যন্তও কাযা করে ফেলে। যখন কোন কারণে গোসল ফরয হবে তখনই আমাদের গোসল করে নেয়া উচিত। হাদীস শরীফে বর্ণিত আছে: ফিরিশতারা সে ঘরে প্রবেশ করে না, যে ঘরে ছবি, কুকুর ও জুনুবী ব্যক্তি অর্থাৎ এমন ব্যক্তি যার উপর স্ত্রী সহবাস বা স্বপ্নদোষ বা যৌন উত্তেজনাবশত বীর্যপাত হওয়ার কারণে গোসল ফরয হয়েছে / রয়েছে।
আরও দেখুনঃ খেলাফত বনাম জাহালত pdf বই ডাউনলোড
মুখে উচ্চারণ না করে প্রথমে মনে মনে এভাবে নিয়্যত করুন, আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। তারপর উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করুন। তারপর ইস্তিনজার স্থান যদিও নাপাকী থাকুক বা না থাকুক, তারপর শরীরের কোথাও নাপাকী থাকবে তা দূরীভুত করুন। অতঃপর নামাযের অযুর মত অযু করুন। কিন্তু পা ধৌত করবেন না।
তবে চৌকি ইত্যাদির উপর গোসল করলে পাও ধুয়ে নিন। অতঃপর শরীরে তৈলের ন্যায় পানি মালিশ করুন বিশেষ করে শীতকালে। (এই সময় শরীরে সাবানও মালিশ করতে পারবেন অতঃপর তিনবার ডান কাধেঁ তিনবার বাম কাধেঁ এবং তিনবার মাথা ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করুন। আরো জানতে বইটি ডাউনলোড করুন।
আরও দেখুনঃ ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই ডাউনলোড
নিচে গোসলের পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.57 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ