ঘুরে এলাম ইরান pdf বই ডাউনলোড। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গকিলোমিটার। ইরানের অভ্যন্তরীণ মালভূমিগুলি প্রায় সম্পূর্ণরূপে পর্বতবেষ্টিত। প্রধান পর্বতমালা এবং এটি দেশটির ভেতরে দিয়ে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ১,৬০০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। ইরানে অনেক নদী আছে, কিন্তু এগুলির প্রায় সবগুলিই স্বল্পদৈর্ঘ্য ও অগভীর এবং নৌপরিবহনের অযোগ্য।
কারণ দেশটির একমাত্র নৌপরিবহনযোগ্য নদী এবং এটি দক্ষিণ-পশ্চিমের আহওয়াজ শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। হঠাৎ করে ইরান সফরের আমন্ত্রণ পেলাম। মনটা আনন্দে ভরে গেলো। বিশ্ব মুসলিমের অন্তরের আবেগ, স্বপ্নের দেশ, ইসলামী প্রজাতন্ত্র ইরান।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আরজু আহমেদের নির্বাচিত রচনা pdf বই ডাউনলোড
- ঘুরে দাঁড়াও pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২৭তম খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামী বিশ্বকোষ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান pdf বই
স্বচক্ষে দেখার সৌভাগ্য আল্লাহপাক করে দিলেন। মনটা শুকরিয়ায় আল্লাহ পাকের দরবারের নত হয়ে গেলো। এ যেনো আল্লাহ পাকের এ বান্দীর প্রতি অপার করুণার বহিঃপ্রকাশ। বিশ্বের বুকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান। এক সাগর রক্ত পেরিয়ে ইসলামী প্রজাতন্ত ইরানের আত্মপ্রকাশ। পরাশক্তি আমেরিকা এবং তার মদদপুষ্ট দোর্দন্ড প্রতাপশালী শাহের রক্তচক্ষু এড়িয়ে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে ইরানের সাহসী, ঈমান বলে বলীয়া।
, শহিদী জযবায় উদ্বেলিত জনগণ, তাদের প্রাণপ্রিয় নেতা, পরাশক্তির আতঙ্ক, হযরত মরহুম ঈমান খামেনী রহঃ এই ইস্পাত কঠিন বলিষ্ঠ নেতৃত্বে। সারা বিশ্বে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন শুরু হয়েছে প্রাচ্যে, পাশ্চাত্যে সর্বত্র। বাংলাদেশেও ইসলামি আন্দোলন চলছে। কারণ মানুষের মনগড়া ভ্রান্ত মতবাদের নিষ্পেষণে, নির্যাতনে মানুষ আজ দিশেহারা।
মানুষ তার মুক্তির পথ খুজেঁ পাচ্ছে না। তাই আজ প্রাচ্য-পাশ্চাত্য ইসলামের দিকে দ্রুত ধাবিত হচ্ছে তার নিজ প্রয়োজনেই। ইসলামী প্রজাতন্ত্র ইরান! পাশ্চাত্যের ইহুদী নবীর, ইসলাম বিরোধী শক্তির গাত্রদাহ ইরান। আজ বিশ্বের বুকে সসম্মানে, সুপ্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরান। যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কে আজ ভারত লাল গালিচা সম্বর্ধনা দেয়্ ইসলামকে শক্তি অর্জন করতেই হবে মানুষের কল্যাণের স্বার্থে।
মানবতার মুক্তির সার্থে তবেই মুসলমান আবার খাইয়া উম্মাত হিসেবে বিশ্বের বুকে সম্মান অর্জ করতে সক্ষম হবে। কিন্তু এ বিপ্লব ছিনিয়ে আনতে, আল্লাহ রাহে ইরানের জনগণ, ইরানের মা, বোনেরা, স্ত্রীরা যে কি সীমাহীন ত্যাগ, কোরবানী স্বীকার করেছেন, তারই বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস পেয়েছি। আমার ঘুরে এলাম ইরান বইটিতে।
নিচে ঘুরে এলাম ইরান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সাফওয়ান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.54 MB |
প্রকাশ সালঃ | ২০০১ |
বইয়ের লেখকঃ | হাফেজা আসমা খাতুন |
অনুবাদঃ |