চতুর্ভুজ pdf বই ডাউনলোড। পুরনো এক বাড়ির দাওয়ায় বসে আছি। বৃষ্টির তাড়া খেয়ে দৌড়ে আসতেই পূর্ব-নিমন্ত্রিত অতিথির ন্যায় ব্যস্ত হয়ে চেয়ার পেতে দিলেন বৃদ্ধ গৃহকর্তা। বললাম লাগবে না, আমি বরং দাড়িঁয়েই থাকি। যাচ্ছিলাম এ পথ করে। দেখুন না, কী বৃষ্টিই না নামল হঠাৎ একদম ভিজিয়ে দিয়েছে সব। ভাগ্যিস আপনাদের বাড়িটা পেয়েছি ধারেকাছে।
আমাকে বসিয়ে মুচকি হেসে তিনি গেলেন ভেতর ঘরে। এ ফাঁকে আমি ভালো করে চারপাশটা একটু দেখে নিলাম। আগেকার দিনের বড়সড় বাড়ি। উপরে মরচে ধরা টিন। নিচে রঙচটা দেয়াল। সামনে ছড়ানো উঠোন। দুপাশে সারি দেওয়া উচুঁ কাঠগাছ। বাতাসে দোল খাচ্ছে তার নড়বড়ে ডাল ও সহস্র পাতা। বাড়িটার বিশাল বারান্দা। বারান্দার দুপাশে জড়োসড়ো দুটি রুম। এর মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। এখানেই বসে আছি আমি আমার পেছনে গৃহের মূল ফটক আধো খোলা আধো ভেজানো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা pdf বই ডাউনলোড
- তিন রঙের তিন pdf বই ডাউনলোড
- কুরআন ও সুন্নাহর আলোকে রোগীদের জন্য সুসংবাদ pdf বই
- ফিলিস্তিনের আকাশ pdf বই ডাউনলোড
- চেয়ারে বসে সালাত আদায় pdf বই ডাউনলোড
ভেজা বাতাসের ঝাপটা শীতল করে তুলেছে পুরো শরীর। বসে আছি একাকী। ভাজঁ করা কাপড়ের মতো নিজেকে আরেকটু গুটিয়ে নিই। পেছনে ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছে কাচের বয়াম আর থালাবাসনের আওয়াজ। টিনের চালে অনবরত বৃষ্টি পড়ার শব্দেও আমি স্পষ্টতই শুনতে পাই ঘরের লোকদের ফিসফিসানি। বুঝতে পারছি আমার সামনে একটা কিছু পরিবেশনের তোড়জোড় করছেন তারা।
হঠাৎ আগন্তুক, বৃষ্টি যাকে তাড়িয়ে এনে দাঁড় করিয়েছে অচেনা আঙ্গিনায়, তার জন্য বৃদ্ধ গৃহকর্তার এমন উটকো অতিথেয়তা আমার ভেতরে দারুণ অস্বস্তি তৈরি করছে। কাউকে কোনো প্রকার ঝামেলায় ফেলা একেবারেই পছন্দ না আমার। এর থেকে মুক্তি পেতে হলে বেরিয়ে পড়তে হবে এখান থেকে। কিন্তু আকাশের যে বিদঘুটে অবস্থা তাতে সহসাই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। নতুন করে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। বিজলি চমকাচ্ছে।
গুড়ুম গুড়ুম শব্দে কেপেঁ উঠছে চারপাশ। সামনের উঠোনে বৃষ্টির বড় বড় ছাট পড়ে মাটিতে শিউলি ফুলের দৃশ্য তৈরি হয়েছে। সেদিকে তাকিয়ে ভেতরের অস্বস্তি ভাব দূর করার চেষ্টা করছি। বাইরে তাকিয়ে একমনে বৃষ্টিপতনের দৃশ্য দেখতে দেখতে মন কেমন ফুরফুরে হয়ে উঠল। পাশের কোনো ঝোপ থেকে ভেসে আসছে ডাহুকের ডাক। অনেক অনেকদিন পর শুনেছি। করুণ বেদনার মতো ডাহুকের ডাক।
নিচে চতুর্ভুজ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প বিষয়ক |
বইয়ের সাইজ | 12.2 MB |
প্রকাশ সালঃ | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |