চরিত্র গঠনে নামাজের অবদান pdf বই ডাউনলোড । সকল নবী ও রাসূলর লক্ষ্য-উদ্দেশ্য ও আদর্শ একই ছিলো এবং মহান আল্লাহর গোলামী করার লক্ষ্যে তাঁরা যখন মানুষকে আহ্বান করেছেন, তখন প্রথমেই নামাজ আদায়ের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করেছেন।
কারণ এই নামাযই মানুষকে আল্লাহর গোলামীতে অভ্যস্থ করে তোলে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামায একজন মানুষকে এ কথা পাঁচবার স্মরণ করিয়ে দেয় যে, সে ব্যক্তি মহান আল্লাহর গোলাম এবং তাকে মাহন আল্লাহর আদেশ অনুসারে জীবন-যাপন করতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কল্যাণ সমাজ গঠনে মহানবী pdf বই ডাউনলোড
- নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড
- বিজ্ঞানের মুসলমানদের অবদান pdf বই ডাউনলোড
- নামাজের ধন ভান্ডার pdf বই ডাউনলোড
- নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড
শুধু মাত্র নামাযের সময়ই মানুষ আল্লাহর গোলাম নয় – নামাযের বাইরের জীবনেও সে আল্লাহর গোলাম, এ কথাটিই নামায মানুষকে স্মরণ করিয়ে দেয়।
আল্লাহ তায়ালার একনিষ্ঠ গোলাম হওয়ার জন্য এবং একনিষ্ঠভাবে তাঁর ইবাদাত করার জন্য যেসব গুণ ও বৈশিষ্ট্য অর্জন করা অপরিহার্য, নামাজ সেসব অপরিহার্য গুণ-বৈশিষ্ট্য কিভাবে মানুষের ভেতরে সৃষ্টি করে দেয়, তা-ই এই ক্ষুদ্র পরিসরে পর্যালোচনা করা হয়েছে।
নামায আদায় করার জন্য যখন একজন মানুষ দন্ডায়মান হয়, তখন তার মনে এ কথা স্মরণে রাখতে হবে যে, সে গোটা সৃষ্টি জগতের স্রষ্টা ও প্রতিপালক মহাশক্তিধর আল্লাহর সামনে দাঁড়িয়েছে এবং তাঁর উদ্দেশ্যে সে সিজ্দা নিবেদন করছে।
যা কিছুই সে মুখে আবৃত্তি করছে, তা সবই মহান মালিকের উদ্দেশ্যে। নামাযে সে উঠা-বসা, রুকু-সিজদা দেয়া ইত্যাদি যা করছে, তার সবটাই মহান আল্লাহর উদ্দেশ্য।
অর্থাৎ নামাজের মধ্যে সে সময়ের প্রত্যেক মুহূর্তে আল্লাহকেই স্মরণে রাখছে। এভাবে নামাজ মানুষকে এ কথাই জানিয়ে দিলো যে, সে নামাজের মধ্যে যেমন আল্লাহকে স্মরণ করেছে, অনুরূপভাবে নামাজের বাইরের জীবন প্রত্যেক মুহূর্তে শত ব্যস্ততার মধ্যেও আল্লাহর কথা স্মরণ রাখবে।
ঈমান আনার অর্থ শুধু মৌখিকভাবে এ কথার স্বীকৃতি দেয়া নয় যে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং তাঁর যাবতীয় বিধি-বিধান অনুসরণ করে চলবো। বরং ঈমান আনার অর্থ হলো, মৌখিকভাবে স্বীকৃতির দেয়ার সাথে সাথে বাস্তবে মহান আল্লাহর দেয়া বিধান অনুসরণ করা বা বাস্তব আনুগত্যের জন্য নিজেকে প্রস্তুত করা একান্তই অপরিহার্য। পক্ষান্তরে বাস্তব আনুগত্যের সর্বপ্রথম নিদর্শন হলো নামাজ।
কোন ব্যক্তি যদি সকাল দশটার সময় ঈমান আনে আর মাত্র দুই তিন ঘন্টা পরে যখন তার কানে মুয়াজ্জিনের আযানের ধ্বনি প্রবেশ করে, তখনই তার ঈমান আনার দাবির স্বপক্ষে বাস্তব প্রমাণ পেশ করার সময় এসে উপস্থিত হয়।
নিচে চরিত্র গঠনে নামাজের অবদান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.08 MB |
প্রকাশ সালঃ | 2004 |
বইয়ের লেখকঃ | মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী |
অনুবাদঃ |