চরিত্র মাধুর্য pdf বই ডাউনলোড। হযরত ওমর রাঃ- এর খেলাফতের সময়। সিরিয়ার দামেশক শহর মুসলমান সৈন্যদের দ্বারা ঘেরাও অবস্থায় রয়েছে। শহরের একদিকে সিপাহসালার আবু ওবায়দা বিন জাররাহ রাঃ আর অপর দিকে কমান্ডার খালিদ বিন ওয়ালীদ রাঃ রয়েছেন। আবু ওবায়দা বিন জাররাহর সাথে খৃষ্টানরা সন্ধি করলো এবং শহর সৈন্যদের হাতে হাওলা করলো। অপর দিকে খালিদ বিন ওয়ালীদ যুদ্ধ জয় করে শহরে ঢুকলেন।
উভয় কমান্ডার কেউ কারো কথা জানেন না। শহরের কেন্দ্রের দিকে রওনা হলে সৈন্যদের শহরের মাঝখানে দেখা হলো। দেখা হওয়ার পরে আসল কথা জানা গেল। এই অবস্থায় কি করা! আবু ওবায়দা যেহেতু সন্ধি করেছিলেন তাই তাকে সম্মান দেখিয়ে শহরকে সমান দুই ভাগে ভাগ করা হলো।
আরও ইসলামিক বই দেখুন:
- অমুসলিম নাগরিক জামায়েতে ইসলামী pdf
- রমযানের তিরিশ শিক্ষা pdf বই ডাউনলোড
- লজ্জাতুন্নেছা তাবিজের কিতাব pdf বই ডাউনলোড
- চরিত্র গঠনে নামাজের অবদান pdf বই
- হযরত ওমর রাঃ pdf বই ডাউনলোড
হযরত খালিদের জয় করা এলাকায় ইসলামী আইন চালু করা হলো। বাকি অর্ধেকে সন্ধি মোতাবেক পূর্বের মত খৃস্টীয় আইন চালু থাকলো। পরে দেখা গেল ইসলামী আইন যে অংশে চালু হলো সেখানে ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের বিকাশ ঘটলো এবং খৃষ্টান প্রজারা ইসলাম গ্রহণ করলো। অন্য অংশের বাসিন্দারা এ অবস্থা দেখে নিজে থেকে দাবী তুললো ইসলামী আইন তাদের এলাকাতেও চালু করা হোক। অতপর পরবর্তীতে তা চালু করা হয়।
আরেকটি ইতিহাস হচ্ছে হযরত ওমর রাঃ-এর ছাগল চরানো- একদিন খলীফা হযরত ওমর রাঃ-মসজিদের মিম্বারে উঠলেন এবং বললেন, একদিন এমন ছিলো যে, আমি আমার খালা ছাগল চরাতাম। তিনি এ কাজের বিনিময়ে এক মুঠ খেজুর দিতেন। আজ আমি খলীফা হয়েছি। একথা বলে তিনি মিম্বার থেকে নেমে এলেন। তার সাথীদের প্রশ্ন জাগলো যে, আমীরুল মুমিনীন এসব কথা কেন বললেন।
হযরত আবদুর রহমান রাঃ বিন আউফ বললেন, আমীরুল মুমিনীন আপনি আজকে একথা বলে নিজেকে ছোট করলেন এবং মানুষের কাছে হেয় হলেন। উত্তরে হযরত ওমর রাঃ বললেন, ব্যাপারটা হয়েছিল কি, হঠাৎ একা একা আমার মনে চিন্তা জেগেছিলো যে, আমি আমীরুল মুমিনীন খলীফা। আমার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে! তখনই আমি ঠিক করলাম, আসল কথা বলে দেই যাতে আমার মনে এ ধরণের কোন অহংকার না আসতে পারে।
সুন্দর চরিত্রে আকর্ষণ আছে। যাদু আছে। মোহ আছে। শত্রুকে বন্ধু বানায়। বিরোধীকে পক্ষে আনে। মানুষ মুগ্ধ হয়, ভালোবাসে। কুরআনে আছে ভালো এবং মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর ভালো দ্বারা। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরংগ বন্ধুর মত। সূরা হা-মীম-আস-সাজদা: ৩৪ আয়াত। যার চরিত্র ভালো, ব্যবহার ভালো, লেনদেন ভালো, মানুষ তাকে ভালো বলে। আমার পড়া-লেখা জীবনে যে ঘটনা ভালো লেগেছে, সংগ্রহ করেছি এবং কিছু ঘটনা এ বইতে পেশ করা হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
নিচে চরিত্র মাধুর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | চারিত্রিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বদরে আলম |
অনুবাদঃ |