চলো পাল্টাই pdf বই ডাউনলোড। আমরা অনেকেই জানি না আমাদের জীবনের ফিলোসোফি কী। জীবনটা কীভাবে কাটাতে হবে? আমাদের রব আমাদের কাছ থেকে কী চাচ্ছেন এবং কীভাবে আমরা জীবনে সামনে এগোবো? জীবনের ব্যাপারে আমাদের মাথায় কী কী চিন্তা- ভাবনা থাকা উচিত এবং জীবনের চ্যালেঞ্জ গুলো কী কী? তাই যতক্ষণ না জীবনের প্রকৃত রূপ সম্পর্কে আমরা জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত জীবনকে প্রোডাক্টিভভাবে যাপন করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে।
ছোটবেলা থেকে আমরা যে মুভি, গান দেখে আসছি, এগুলো আমাদেরকে জীবন সম্পর্কে কী ধারণা দিয়ে এসেছে? সেটা হচ্ছে YOLO, মানে You only Live Oncel যে মুভি, গানগুলো আমরা দেখে এসেছি, সেগুলো আমাদেরকে এটাই বলছে যে দুনিয়াতে আমরা শুধু পার্টি, আনন্দ করতে এসেছি। খাওয়া-দাওয়া আর ফুর্তি করার জন্য এসেছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
প্রথমে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, তারপর প্রফেশনাল লাইফে প্রবেশ। তারপরে কিছুটা সেটেল হলে বিয়ে-শাদী আর বাচ্চাকাচ্চা। তারপর নিজের ক্যারিয়ার আর অ্যাম্বিশানের পেছনে ছুটতে ছুটতেই ছেলেমেয়েদেরও সেই একই চক্রে প্রবেশের সবক শেখাতে থাকা। এইভাবেই বেশিরভাগ মানুষ তাদের সারাজীবন কাটিয়ে দেয়। তারপর একদিন হুট করে মারা যায়। এটাকেই আমরা জীবন বলি।
এই যে জীবনের ফালসাফা (ফিলোসফি), এটা কি আল্লাহ তা’আলা আমাদেরকে বলেছেন? নাকি আমরা নিজেরা বানিয়েছি? নাকি কোনো মুভি বা গান থেকে নিয়েছি? এ প্রশ্ন আমাদের নিজেরা নিজেদেরকে করা উচিত। কারণ অধিকাংশ লোকই জীবনের শেষে আফসোস করে। কারণ তারা ভাবে তারা জীবনটা ঠিকভাবে
কাটায়নি। আক্ষেপ করে “ইশশ … যদি আমি জীবনে ওই অমুক কাজটি করতাম, তাহলে আরো ভালো হতো।
ইন্টারনেটের কিছু কিছু শিরোনামের আর্টিকেল আমার চোখে পড়ে যেমন Do these 10 things before you die Travel these 20 places before you die. এই কথাগুলো তখনই সঠিক হতো, যদি মৃত্যুপরবর্তী জীবন বলে কোনোকিছু না থাকত। মুসলিমদের কাছে জীবন মানেই হচ্ছে জান্নাত এবং সেখানে যাওয়াই আমাদের পার্থিব জীবনের মূল লক্ষ্য। এখানে দেশের সংখ্যা তো মোটে দুইশো, কিন্তু জান্নাতে ঘোরার জন্য না জানি কত জায়গা থাকবে।
কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা দেখতে যাওয়া সমস্যা না। কিন্তু ওইসব আর্টিকেল আপনাকে শুধু ঘুরতে যাওয়ার দশটা জায়গা বা খাওয়ার মতো দশটা রেসিপি জানিয়েই ক্ষান্ত হচ্ছে না। সেগুলোর পেছনে বহন করছে একটি জীবনদর্শন। সেই দর্শনটা হলো: দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন। তারপরে আপনি মাটি হয়ে যাবেন, সবকিছু শেষ হয়ে যাবে। হয়তো সে জন্যই আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে পার্থিব জীবন থেকে ম্যাক্সিমাম ফায়দা নেওয়া। যে আসল কাজ করার জন্য আমরা দুনিয়াতে এসেছিলাম, সেটা আমরা করছি না।
আল্লাহ আমাদের জান্নাতের জন্য সৃষ্টি করেছেন।
নিচে চলো পাল্টাই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বুকমার্ক পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 7.35 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | তারেক আব্দুল্লাহ |