চাঁদ দেখে রোযা ঈদ pdf বই ডাউনলোড। চাঁদের ব্যাপারে কলহ মুসলিম সমাজে প্রায় রমযান ও দুই ঈদের সময় হয়েই থাকে। আম জনসাধারণ তার একটা সরল ফায়সালা চায় এবং ধারণা করে তা অতি সহজ। কিন্তু শরয়ী আরো অনেক জটিল বিষয়ের মতো সারা বিশ্বে এক দিনে রোযা-ঈদ করার বিষয়টিও উলামাদের নিকট বিতর্কিত ।
এটা কোন অন্তর্দেশীয় সমস্যা না হলে আন্তর্জাতিক পর্যায়ে এর সমাধান খোজাঁ এবং বিশ্বের বড়-বড় আলেম-উলামাদের তর্কালোচনার মাধ্যমে যৌথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যিক। এর জন্য মুসলিম উম্মারহ প্রাণকেন্দ্র মক্কাস্থ ইসলামী ওয়াল্ড লিগের অধীনস্ত মাজমাউল ফিক্বহিল ইসলামীর ব্যবস্থা রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- চাঁদ ও কুরআন pdf বই ডাউনলোড
- প্রশ্নোত্তরে রমজান ও ঈদ pdf বই ডাউনলোড
- সিয়াম ও ঈদ pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
তাহলে সেখানে কি কোন সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা হয়নি? একাধিকবার হয়েছে। কিন্তু অদ্যাবধি কোন ফায়সালা পাওয়া যায়নি। তাই সময়ে সময়ে সেই বিতর্ক বাতাসে ছড়িয়ে পড়ে এবং ঐক্যবদ্ধ মুসলিম সমাজে ফাটল ধরে। একে অন্যকে তুচ্ছ করে, গালাগালি দেয়। অনেকে নিজেকে হিরো ও অপরজনকে জিরো মনে করে। আর মতানৈক্য যখন আম জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে, তখন কে কারে আছাড়ে কে কারে পাছাড়ে কে মানে কাহার বোল।
চাদঁ এর উপর নির্ভরশীল আমরা যে কখন ঈদ হবে।
মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ- তিনিই সেই সত্তা যিনি সুর্যকে দীপ্তিমান ও চন্দ্রকে আলোকময় বানিয়েছেন এবং ওর গতির জন্য কক্ষসমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও সময়ের হিসাব জানতে পার। আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি করেননি, তিনি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য এই সমস্ত নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন। (ইউনুসঃ৫) ।
উক্ত আয়াতে কারীমা সময় জানা, তারিখ ও হিসাবের জ্ঞান লাভ করা এবং মাস ও সাল নির্ধারণ করার ব্যাপারে বুনিয়াদী নীতি ও প্রক্রিয়ার মর্যাদা রাখে। মহান আল্লাহ সুর্যকে রশ্মি দান করেছেন এবং তার জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, যাতে দিন ও সপ্তাহের হিসাব রাখা সম্ভব হয়। আর চাদঁকে তিনি আলো দান করেছেন এবং তার জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, যাতে মাস ও বছরের হিসাব রাখা সহজ হয়।
এইভাবে মহান আল্লাহ সপ্তাহ ও দিনের হিসাব এত সহজ করেছেন যে, শহুরে ও গেঁয়ো, বিজ্ঞ ও অজ্ঞ প্রত্যেক ব্যক্তি সহজে তা জানতে পারে। অর্থাৎ- সুর্য উদয় হলে দিন শুরু হয় এবং অস্ত গেলে দিন শেষ হয়ে গিয়ে রাত্রি এসে যায়। এইভাবে দিবারাত্রি সাত পূর্ণ হয়ে গেলে এক সপ্তাহ পূর্ণ হয়। অনুরূপভাবে যখন পশ্চিমাকাশে নতুন চাদঁ দেখা যায়, তখন নতুন মা শুরু হয়ে যায়। এইভাবে যখন চাদঁ ২৯ বা ৩০ দি গণনা পূর্ন করে আবার নতুনভাবে প্রকাশ পায়, তখন এক মাস শেষ করে দ্বিতীয় মাস শুরু হয়। আর এইভাবেই যখন মাসের সংখ্যা ১২ পূর্ণ হয় তখন এক বছর পরিপূর্ণ হয়।
নিচে চাঁদ দেখে রোযা ঈদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | চাঁদকে কেন্দ্র করে ঈদ |
বইয়ের সাইজঃ | 1.32 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়খ মাকসূদুর হাসান ফাইযী |
আব্দুল হামীদ ফাইযী |