চিন্তা চেতনার ভুল pdf বই ডাউনলোড। শুরুতে চিন্তা ও চেতনার শব্দ দুটোর অর্থ ও উভয়ের মধ্যকার পার্থক্য সম্বন্ধে একটু জেনে নিতে হয়। প্রথমে চেতনা তারপর চিন্তা শব্দ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে।
চেতনা শব্দটি মূলত উদ্ভুত হয়েছে চেত থেকে। চেত থেকে চেতন (চেত+অন=চেতন), চেতন থেকে চেতনা (চেতন+আ=চেতনা)। চেত অর্থ চিত্ত, মন, হৃদয়, অন্তকরণ। এ থেকে শব্দটি যখন হয় চেতন তার অর্থ হয় মনের বা হৃদয়ের জীবন্ত হওয়া, সজীব হওয়া।
তাই জাগ্রত অভস্থাকে বলা হয় চেতন, কেননা জাগ্রত অবস্থায়ই মন সজীব তথা সক্রীয় থাকে। জাগ্রত অবস্থায় যেহেতু টের পাওয়া যায়, তাই চেতন পাওয়া অর্থ টের পাওয়া। আর টের পাওয়া অর্থ হুশ হওয়া, জ্ঞান হওয়া, সংজ্ঞা পাওয়া, অনুভুতি লাভ হওয়া, চেতনা শব্দটি এই হুঁশ, জ্ঞান, সংজ্ঞা ও অনুভুতি অর্থে ব্যবহৃত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অসহায় নারীদের সাহায্যার্থে এগিয়ে আসুন pdf বই ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- লাভিং ওয়াইফ pdf বই ডাউনলোড
- দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
- নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড
চিন্তা-চেতনার উপর ইসলামের নিয়ন্ত্রণ- ইসলাম শরীরের জাহিরী অঙ্গ-প্রত্যঙ্গকে যেমন বিভিন্ন বিধি-বিধান দিয়ে নিয়ন্ত্রণ করেছে, মনকে তথা মনের চিন্তা-চেতনাকেও নিয়ন্ত্রণ করেছে। জাহিরী অঙ্গ-প্রত্যঙ্গকে যেমন যা ইচ্ছা তা করার জন্য বল্গাগীন ছেয়ে দেয়নি, মনের চিন্তা-চেতনাকেও যা ইচ্ছা তা চিন্তা করা, যেভাবে ইচ্ছা চেতনাকে পরিচালিত করা যাবে- এমন বল্গাহীন ছেড়ে দেয়নি। তাই মনের চিন্তা-চেতনাকে ইসলামের আলোকে নিয়ন্ত্রণ করতে হবে, লাগামহীন ছেড়ে দেয়া যাবে না।
মনের উপরও তথা মনের সাথে সংশ্লিষ্ট ও ইসলামের অনেক বিধান রয়েছে। মন অহংকার করতে পারবে না এটা মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান। মন হিংসা করতে পারবে না এটা ও মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান। মন কারোর ভাল কিছু দেখে হিংসা বা পরশ্রীকাতরতা বোধ করতে পারবে না এটাও মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান।
মন কোন পাপের চিন্তা করতে পারবে না। এটাও মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান। মন কারও ক্ষতির চিন্তা করতে পারবে না এটাও মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান। দ্বীনের কাজ করার ক্ষেত্রে মন মানুষকে খুশি করার চিন্তা রাখতে পারবে না। এটাও মনের সাথে সংশ্লিষ্ট একটা বিধান। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে চিন্তা চেতনার ভুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আবরার |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 13.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন |
বইয়ের অনুবাদকঃ |