চোখের গুনাহ pdf বই ডাউনলোড। আল্লাহর হারামকৃত জিনিস দেখা হতে বিরত থাকার মাধ্যমে মুমিনের চোখকে হেফাযত করতে হবে। হারাম কিছু চোখে পড়লে সে তার চক্ষুকে অবনত করে নেবে, অশ্লীল কিছু দেখা হতে দৃষ্টিকে ফিরিয়ে রাখবে। যেমন : নোংরা ফিল্ম, অশ্লীল টিভিসিরিজ, পরনারী ইত্যাদি দেখা হতে বিরত থাকবে। মহান আল্লাহ মুমিন পুরুষদেরকে সম্বোধন করে বলেন-
﴿قُلْ لِلْمُؤْمِنِيْنَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَقُوْا فُرُوْجَهُمْ ذَلِكَ أَزْىٰ لَهُمْ﴾
মুমিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজ যৌনাঙ্গের হেফাযত করে; এটিই তাদের জন্য উত্তম। (সূরা নূর ২৪:৩০ )
মুমিন নারীদেরকেও সম্বোধন করে আল্লাহ বলেন-﴿وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ ﴾
মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে এবং নিজ যৌনাঙ্গের হেফাযত করে। (সূরা নূর ২৪:৩১ )।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
আল্লাহ তা’আলা অন্যত্র বলেন,
يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ
আল্লাহ চক্ষুর গোপন চাহনি সম্পর্কে অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও। (সূরা মুমিন ৪০:১৯ )
তোমরা এমন কতগুলো কাজ করছ, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও নগণ্য। কিন্তু রাসূলুল্লাহ -এর যুগে ঐ কাজগুলোকেই আমরা সর্বনাশী কার্যসমূহের শ্রেণীভুক্ত মনে করতাম। বুখারী হা/ ৬৪৯২
প্রিয় পাঠক-পাঠিকা! মূলত আমি এ বিষয়ে কলম ধরতে উদ্বুদ্ধ হয়েছিলাম আমেরিকার বিশিষ্ট দা’ঈ এবং পবিত্র কুরআনুল কারীমের গবেষক নোমান আলী খানের ১২ মিনিট ১৫ সেকেন্ডের পর্নোগ্রাফির উপর লেকচার শুনে এবং বিভিন্ন জায়গায় মানুষকে অশ্লীলতা, নোংরামী থেকে বিরত থাকার দাওয়াত দিতে গিয়ে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।
আজ আমরা এমন একটা যুগে পৌঁছেছি, যে যুগে অশ্লীলতা ও বেহায়াপনা ক্রমাগত হারে বেড়েই চলেছে। অশ্লীলতার অন্যতম জগত হলো মিডিয়ার জগত। যার স্রোতে ভাসছে লক্ষ-কোটি যুবক-যুবতী। ইসলামের শত্রুরা এ নীরব যুদ্ধের মাধ্যমে ধ্বংস করছে পরিবার, রাষ্ট্র ও গোটা বিশ্ব। এরই মাধ্যমে খুলছে হাজারও পাপের রাস্তা, যে রাস্তা ধরে শত শত যুবক-যুবতী, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী চলছে জাহান্নামের পথে।
তাই এখন সময়ের দাবী হচ্ছে, প্রত্যেকে নিজেদের চোখকে হেফাযত করা এবং চোখের যিনা হতে বেঁচে থাকা ।
আশা করি, এ বইটি বর্তমান মুসলিম যুবসমাজকে অশ্লীলতার ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামান্য হলেও অবদান রাখবে- ইনশাআল্লাহ। বইটি সংকলনে যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং যাদের লেখনির সহযোগিতা গ্রহণ করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য মহান মনিবের দরবারে সর্বোত্তম প্রতিদান কামনা করছি। আমীন!
নিচে চোখের গুনাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইমাম পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | চোখের গুনাহ নিয়ে হাদিস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.52 MB |
প্রকাশ সাল | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | মফিজুল ইসলাম |
বইয়ের অনুবাদকঃ |