চোখের গুনাহ pdf বই ডাউনলোড। আল্লাহ হারামকৃত জিনিস দেখা হতে বিরত থাকার মাধ্যমে মুমিনের চোখকে হেফাযত করতে হবে। হারাম কিছু চোখে পড়লে সে তার চক্ষুকে অবনত করে নেবে, অশ্লীল কিছু দেখা হতে দৃষ্টিকে ফিরিয়ে রাখবে। যেমন: নোংলা ফিল্ম, অশ্লীল টিভিসিরিজ, পরনারী ইত্যাদি দেখা হতে বিরত থাকবে।
মহান আল্লাহ মুমিন পুরুষদেরকে সম্বোধন করে বলেন- অর্থাৎ; মুমিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের সৃষ্টি অবনত রাখে এবং নিজ যৌনাঙ্গের হেফাযত করে; এটিই তাদের জন্য উত্তম। (সূরা নুর ২৪:৩০) । মুমিন নারীদেরকেও সম্বোধন করে আল্লাহ বলেন- অর্থাৎ; মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে এবং নিজ যৌনাঙ্গের হেফাযত করে। (সূরা নূর ২৪:৩১) আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ চক্ষুর গোপন চাহনি সম্পর্কে অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও। (সূরা মুমিন ৪০:১৯)
আরও ইসলামিক বই দেখুনঃ
- জয়িফ জাল হাদীস খন্ড-২য় pdf বই ডাউনলোড
- রমযানের শিক্ষা ও মুমিন জীবন pdf বই ডাউনলোড
- যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
- গুনাহ মাফের উপায় pdf বই ডাউনলোড
- হারাম ও কবীরা গুনাহ pdf বই ডাউনলোড
হাদীসে এসেছে, যে উম্মে সালামা রাদিআল্লাহ আনহা হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ও মায়মূনা রাদিআল্লা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম। হঠা অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিআল্লাহ তাআলা আনহু তথায় আগমন করলেন এই ঘটনার সময়কাল ছিল পর্দার আয়াত অভতীর্ণ হওয়ার পর।
তখন রাসূলুল্লাহ সাঃ তাদেরকে উভয়কে পর্দা করতে আদেশ করলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখতে পাবে না এবং আমাদেরকে চিনেও না। রাসূলুল্লাহ সাঃ বললেন,তোমরা তো অন্ধ নও। তোমরা কি তাকে দেখছ না? কারো বাড়ির সামনে গিয়ে দরজা বরাবর দাঁড়াতে নিষেধ করা হয়েছে: কারো বাড়ির সামনে গিয়ে প্রবেশের অনুমতি চেয়ে দরজার ঠিক সোজাসুজি দাড়ানো।
সমীচীন নয়। কেননা দরজা খোলার সাথে সাথেই ভেতরের এমন কোন বিষয় নজরের এসে যেতে পারে, যা উভয়ের জন্য খুবই বিব্রতকর। তাই রাসূলুল্লাহ সাঃ এর আদর্শ ছিল দরজার ঠিক সোজাসুজি না দাঁড়িয়ে সামান্য ডানে কিংবা বামে সরে দাড়াঁনো। হাদীসে এসেছে, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিআল্লা তায়ালা আনহু হতে বর্ণিত।
তিনি বলেন, নবী করীম সাঃ- যখন কারো বাড়ি বা ঘরের দরজায় এসে দাড়াঁতেন, তখন অবশ্যই দরজার দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াতেন না। বরং দরজার ডান কিংবা বাম পাশে সরে দাঁড়াতেন এবং বলতেন,আসসালামু আলাইকুম। এর কারণ তখন দরজায় কোন পর্দা ছিল না। আল্লাহ নিজের দৃষ্টিকে নিজেই হেফাযত করতে হবে আর আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। চোখের গুনাহ খুবই ভয়াবহ গুনাহ। যদি বইটি আর পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে চোখের গুনাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইমাম পাবলিকেশন্স লিঃ |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 12.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | মফিজুল ইসলাম |
অনুবাদকঃ |