ছাত্র ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগন! তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করো না। (সূরা আলে ইমরান, আয়াত: ১০২) । হে মানুষ! তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন
এবং তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বনকর, যারঁ নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবী কর এবং তাকওয়া অবলম্বন কর রক্ত-সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। (সূরা আন-নিসা, আয়াত: ১)।
আরও ইসলামিক বই দেখুন
- এসো তাকওয়া অর্জন করি ২য় খন্ড pdf বই ডাউনলোড
- অলৌকিক প্রেম pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- তাকওয়া pdf বই ডাউনলোড
এবং আরো বলেন অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং সঠিক কথা বল তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তারঁ রাসূলের আনগত্য করে, সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। ( সূরা আল-আহযাব, আয়াত: ৭০,৭১)।
অতঃপর, মুসলিম পুরুষ ও নারীর জীবনে এমন অনেক জটিল সমস্যার সৃষ্টি হয়, যে ব্যাপারে শরীআতের বিধান জানা আবশ্যক হয়ে পড়ে। আর জ্ঞানীদের নিকট প্রশ্ন করা এবং তাদের নিকট ফাতওয়া জানতে চাওয়াটা জ্ঞান অর্জনের অন্যতম চাবিকাঠি। কেননা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তারা যখন জানে না, তখন তারা কেন প্রশ্ন করলো না? কারণ অজ্ঞতার চিকিৎসা হলো প্রশ্ন করা.. এখান থেকেই এই সিরিজের চিন্তা আসে- অজ্ঞতা নিরাময় সিরিজ; যার পিছনে আমরা উদ্দেশ্য ও লক্ষ্য হলো সম্মানিত আলেম ও শাইখগণের নির্ভরযোগ্য ফাতওয়াসমূহ থেকে একটি সহজ সংকলন তৈরি করা।
যা সমাজের বিভিন্ন দল ও গোষ্ঠী গুরুত্বপূর্ণ মনে করে। তার মাঝে ছাত্র-ছাত্রীদের দলটি সমাজের মধ্যে একটি বড় অংশ হওয়ার কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সাথে সংশ্লিষ্ট শরঈ ফাতওয়া সম্পর্কে অনেকেরই জানা প্রয়োজন। আর এসব পৃষ্ঠার মধ্যে আমি এসব ফাতওয়া থেকে বাছাইকৃত অংশ সংকলণ করেছি এবং সেগুলোর উৎস ও তথ্যসুত্রের প্রতি ইঙ্গিত প্রদান করেছি। অতঃপর আমি যদি এই সঠিক কিছু করে থাকি, তবে তা আল্লাহ পক্ষ থেকে হয়েছে।
যিনি একক, যার কোনো শরীক নেই, আমি তারঁ প্রশংসা করছি; এমন প্রশংসা যা তারঁ মহান মর্যাদা ও ক্ষমতার সাথে মানানসই, তিনি পবিত্র ও মহান। আর আমি তারঁ নিকট প্রার্থনা করছি, যাতে তিনি এই কাজটিকে একনিষ্ঠভাবে তারঁ জন্য সঠিক ও নির্ভেজাল আমল হিসেবে গণ্য করেন। আ আমি যদি ভুল করে থাকি, তবে তা একান্ত আমার নিজের ও শয়তানের পক্ষ থেকে হয়েছে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা ও মার্জনা প্রার্থনা করছি।
নিচে ছাত্র ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মিরফাত বিনতে কামিল আবদিল্লাহ উসরা |
অনুবাদঃ | মোঃ আমিনুল ইসলাম |