ছিদ্দিকী বাণী pdf বই ডাউনলোড। আমার ভয় হয়, আমার খলিফা ও মুরিদগন ও মোতোদগণ শরীয়তের খেলাফ ও আমার মতের কোন বিরুদ্ধমত আমল করিয়া গোমরাহ, হইয়া পড়ে নাকি । স্থানে স্থানে দেখা যায় যে, শরীয়ত অনুযায়ী আমলকারী পীরের খলিফা ও মুরিদ পীরের মতের বিরুদ্ধাচরণ করিয়া এক একজন এক একদল তৈয়ার করিয়া সাধারণ মোছলমান ভাইদিগকে গোমরাহ করিতেছে ।
যাহা হউক, আমার অছিয়ৎ- নামাখানি আমল করিলে আমি বিশেষ খুশী হইব। যেহেতু হাদিছে আছে—
الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ ‘আদ্দাল্লো আলালখায়রে কাফায়েলিহি”
যিনি নেক্ কাজের পথ দেখাইয়া দিবেন, তিনি ঐ নেক্কারের সমান ছওয়াব লাভ করিবেন। তাই অনুরোধ, আমি যে মৃত্যুর পরও কিছু নেক্ পাইতে পারি ৷
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
“আশহাদু আল্লা এলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকালাহু ওয়া আশহাদু আন্না-মোহাম্মাদান আবদুহু- অ-রাছুলুহু” অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে, হজরৎ মোহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহে অছাল্লাম আল্লার বান্দা ও রাছুল।
ইহার উপর ঈমান কায়েম রাখিবেন। ইহার বিপরীত কোন কিছুর উপর বিশ্বাস স্থাপন করিবেন না। যদি কেহ উক্ত কালেমা সমূহ পরিবর্তন করে, সে বেঈমান ও কাফের হইয়া যাইবে ৷
(২) জীবিত কি মৃত পীরের ছুরৎ হাজের নাজের ধেয়ান করা হারাম, যাহারা করে তাহারা জানিয়া বে-ঈমান ।
(৩) পুত্র কন্যাদিগকে দীনি এলেম শিক্ষা দিবেন। তৎসঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হুনুর হেকমৎ ভাষা — ইংরেজী, বাঙ্গালা ইত্যাদি শিক্ষা দিবেন ও যাহাতে সর্ব্বসাধারণে শিক্ষিত হইতে পারে তজ্জন্য ইছলামিক কলেজ, ইছলামিয়া মাদ্রাছা, জুনিয়ার ছিনিয়ার মাদ্রাছাহ, মক্তব ইত্যাদি ও মধ্যে মধ্যে দুই একটা হাদিছ তফছিরের।
নিচে ছিদ্দিকী বাণী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | হাদীস বই |
বইয়ের সাইজঃ | 13 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |