ছোটদের আদব শিক্ষা pdf বই ডাউনলোড। আমরা অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা যখন আমাদের বাচ্চাদের ইসলামিক সায়েন্স সিরিজের বইগুলো পড়াবো তখন নিম্নের কিছু গাইডলাইন অনুসরণ করার চেষ্টা করবো। এতে আমাদের সন্তানরা আরো বেশী উপকৃত হবে ইনশা আল্লাহ।
১) আমরা অভিভাবকরা যদি রুটিন করে এই সিরিজের ১২টি বই আমাদের সন্তানদের নিজ ঘরে নিজ তত্ত্বাবধানে পড়াই তাহলে সে দুই বছরের মধ্যে ইসলামিক সায়েন্সের উপর পূর্ণাঙ্গ নলেজ নিয়ে গড়ে উঠবে এবং মজবুত ঈমানের অধিকারী হবে ইন শা আল্লাহ।
২) সন্তানদের পড়ানোর আগে নিজে পরো বইটি আগাগোড়া পড়ে নিবো। সন্তানদের যেন কোন বিষয়ে গোজামিল দিয়ে বুঝানোর চেষ্টা না করি। প্রতিটি বিষয়ের সাথে বাস্তব উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করি। তারা যেন প্রতিটি বিষয় আনন্দের সাথে শিক্ষাগ্রহণ করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামী জীবন ধারা pdf বই ডাউনলোড
- খাওয়ার আদব pdf বই ডাউনলোড
- শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব pdf বই ডাউনলোড
- ইসলামী বসন্ত pdf বই ডাউনলোড
- তাফসীরে তাওযীহুল কুরআন pdf বই ডাউনলোড
৩) প্রতিটি বিষয়ে রাসূল সাঃ-কে রোল মডেল হিসেবে তুলে ধরতে হবে। রসূল সাঃ- এর জীবন এবং সাহাবা রা-দের জীবনী পড়ার পাশাপাশি রসূল সাঃ- এর জীবনীর উপরে তৈরী মুভি ৈএবং কাটুন- এর ভিডিও দেখতে পারি। প্রতিটি অভিভাবকেরেই উচিত রসূল এর জীবনী আর-রাহীকুর মাখতুম বইটি পড়ে বিস্তারিত জেনে নেয়া ।
৪) রসূল সাঃ- যেভাবে সলাত আদায় করতে বলেছেন তা সহীহ হাদীসগুলোতে বর্ণিত হয়েছে। এই সিরিজের সলাত শিক্ষার বইটিতে সলাতের প্রতিটি স্টেপ সহীহ হাদীস থেকে নেয়া হয়েছে। সহীহভাবে সলাত আদায়ের ভিডিও ও লেকচার ইউটিউব পাওয়া যায়, তা দেখে আমরা সলাতটি ঠিক করে নিতে পারি। আমরা বড়রা যখন সলাত আদায় করি তখন যেন সন্তানদের সাথে নিয়ে আদায় করি এবং তাদেরকে সবসময় সমজিদে নিয়ে যাই হোক সে ছেলে বা মেয়ে। কাতারে নিজের পাশে দাঁড় করাই এবং তাদেরকে যেন পিছনে ঠেলে না দেই।
৫) ছোটবেলা থেকেই সন্তানদেরকে সদাকার অভ্যাস করানো উচিত। দেশের অসহায়-দরিদ্র এবং গরীব আত্মীয়দের সাহায্য সহযোগীতা করার জন্য ছোটবেলা থেকেই সন্তানদেরকে শিক্ষা দেয়া উচিত।
৬) ইসলামী আদব শিক্ষার বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে যেন তারা পড়ার পাশাপাশি ঐ মুহূর্ত থেকেই প্রাকটিক্যাল করে থাকে। ইসলামী আদব বইয়ে উল্লেখিত সমস্ত আদবগুলো সন্তানরা ঠিক মতো প্রয়োগ করছে কিনা সেদিক খেয়াল রাকি। প্রথম প্রথম সে হয়তো ভুলে যেতে পারে তৎক্ষনাৎ তাকে আদবের সাথে স্মরণ করিয়ে দিতে হবে যে, তুমি সালাত দিতে ভুলে গেছ বা ঐ দুআটা বলতে ভুলে গেছ ইত্যাদি, এমনভাবে বলা যাবে না যে সে অপমান বোধ করে। তবে একটি বিষয় খুবই সতর্ক থাকতে হবে যে আমরা তাদেরকে যা শিখানোর চেষ্টা করছি তা যেন আমরা নিজেরাও ঠিক মতো পালন করি তা না হলে ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাদের কাছে কমে যাবে।
নিচে ছোটদের আদব শিক্ষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | নৈতিকতা-আদব |
বইয়ের সাইজঃ | 4.47. MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | আমির জামান |
অনুবাদকঃ |