ছোটদের ইসলামী অর্থনীতি pdf বই ডাউনলোড। অর্থনীতি শব্দটির তাৎপর্য বা অর্থ হতো তোমাদের অনেকের কাছে অজানা। কিন্তু শব্দটির সঙ্গে তোমরা কম-বেশি সবাই পরিচিত। আমাদের প্রতিদিনকার খাবার-দাবার, ঘর-বাড়ি, কাপড়-চোপড় প্রভৃতির দরকার রয়েছে। এজন্যে কল-কারখানায়, ক্ষেতে-খামারে, খনিতে সমুদ্রে উৎপাদন করতে হচ্ছে। সেগুলো আবার পৌছেও দিতে হচ্চে বাজারে। আমাদের চাহিদার কোন সীমা নেই। এজন্যে উৎপাদনও করতে হচ্ছে অবিরাম।
উৎপাদন করা এবং তা লোকের হাতে পৌঁছে দেয়ার জন্য আরো কতকগুলো বিষয় সহায়তা করে থাকে। যেমন শ্রম মূলধন, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, ব্যবস্থা- বাণিজ্য ইত্যাদি। এ সবই অর্থনৈতিক কাজ কর্মের অন্তর্ভুক্ত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ছোটদের নবী রাসুল pdf বই ডাউনলোড
- ছোটদের প্রিয়নবী সাঃ pdf বই ডাউনলোড
- অর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
- অর্থনীতি রাজনীতি বাংলাদেশে প্রেক্ষিত pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনীতি pdf বই ডাউনলোড
মানুষের চাহিদার অন্ত নেই বলেই একটার অভাব পূরণ হলেই সে অন্য অভাবের কথা বলে। এভাবে ক্রমেই চাহিদা বেড়ে যেতে থাকে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন ও উৎপাদনের জন্য দরকারী জিনিসগুলোর সরবরাহ কম। তাই আমাদের কাজ হবে এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহারকে কাজে লাগিয়ে প্রয়োজন মেটানো। এটাই হচ্ছে অর্থনীতির মূল বক্তব্য ।
ছোটদের মন সবটুকুই ছোট নয়। কচি-কোমল প্রাণে অনেক প্রশ্ন এসে দোলা দেয়। জীবনকে জানার জন্য? সুন্দর করে গড়ে তোলার জন্য বুঝতে চায় সে অনেক কিছু। পথের পাশে কোন গরীব ভিখারিকে দেখে তাই কচি কমনটি কেদেঁ ওঠে। জানতে চায় সে, কেন মানুষের এতো দুঃখ? ঘরহারা বস্তিহারা ছেলেটিকে দেখে তার অবাক চোখ দুটো ছলছল করে ওঠে। কচি মনে প্রশ্ন জাগে কেন কেন এমন হয়।? তখন সে উপলব্দি করে জীবনের টাকা-পয়সার গুরুত্ব।
আসলে মানুষের জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন অর্থের। তাই আমাদের প্রভু আল্লাহ কিভাবে টাকা-পয়সা উপার্জন করতে হবে আর কিভাবে ব্যয় করতে হবে তা সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন মানুষকে। মানুষ সে নিয়ম মেনে চললে। এমন দুর্ভোগ হতে পারে না। আল্লাহ পথে চললে কখনোই একে অন্যর উপর জুলুম করতে পারে না। থাকতে পারে না গরীব ও ধনীতে ভেদাভেদ। অর্থের আদান-প্রদান, উপার্জন আর ব্যয়ের ব্যাপারে আল্লাহর দেখানো নিয়মই তাই সুন্দর নিয়ম।
এ নিয়ম মেনে চললেই মানুষের সমাজে আসবে শান্তি, আসবে সমৃদ্ধি। আল্লাহ দেখানো পথে যদি সবকিছু চলতো তাহলে রাস্তার পাশের ঐ গরীবকে অমন করুণভাবে দাড়িঁয়ে থাকতে হতো না। কাপড়ের অভাবে শীতে কাপঁতে হতো না ছেলেছিকে। মরতে হতো না হাজার হাজার মানুষকে খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে অর্থনীতির ব্যাপারে আল্লাহ দেখানো নিয়ম তাই জেনে নিতে হবে সকলকে।
নিচে ছোটদের ইসলামী অর্থনীতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.72 MB |
প্রকাশ সালঃ | ১৯৮০ |
বইয়ের লেখকঃ | শাহ মুহাম্মদ হাবিবুর রহমান |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।