ছোটদের গল্পে পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড। একবার স্কুলে যাওয়ার পথে রাস্তার ওপাশের বাড়িটির বাগানে রোজই ওমর কিছুক্ষণ থামে। সেখানে ওমরের বিশেষ পছন্দের একজন বন্ধু আছে, যার কথা কেউ জানে না। তাকে দেখতে যেতে ওমরের কথনো ভুল হয় না। এত বুদ্ধিমান বন্ধু তার আর নেই । দেখতে ছোট হলে কি হবে, সে অনেক বড় বড় কাজ করে।
খাটতে ও পারে খুব। সৈনিকের মত সব কাজ সে সময়মত আর সুন্দর ভাবে শেষ করে। ওমরের মত স্কুলে না পড়লেও নিজের দরকার সব কাজই সে করতে পারে। তোমরা অবাক হচ্ছ এই বন্ধুটি কে হতে পারে ভেবে, তাই না? এই অজানা বন্ধু টি হচ্ছে ছোট্ট পিঁপড়া, যে ভারী আশ্চর্য সব কাজ করতে পারে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুসলিম মনীষীদের জীবনকথা pdf বই
- গল্পে হযরত মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
- জ্ঞানময় কুরআন pdf বই
- ছোটদের হযরত ওমর-রাঃ pdf বই ডাউনলোড
- আল কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
তোমরা বোধহয় শোননি পিঁপড়ারা কত দক্ষ আর বুদ্ধিমান হতে পারে। কেউ হয়তো ভাব যে ওরা অন্যান্য পোকার মতই সারাদিন কিছু না করে চারপাশে ঘুরে বেড়াচ্ছে । একথাটা ভূল,অন্যান্য বহু প্রাণীর মতই ওরাও নিজেদের জগতে নিজেদের মত চলে।
পিঁপড়ে বন্ধুর থেকে ওমর কি কি জানতে পারে ?
বন্ধুটির কাছ থেকে ওমর তার জীবনের কত কিছু যে জানতে পারে! তাইতো সে বন্ধুকে দেখতে যেতে কখনো ভুল করে না, আর তার সাথে গল্প করতে এত ভালবাসে। পিঁপড়াদের জগতের কাহিনী ওমরকে খুবই অবাক করে। সে তার ছোট্ট বন্ধুর মেধা, বুদ্ধি ও অন্যান্য বিশেষ গুণ সবাইকে জানাতে চায়।
কি সেই জিনিস ওমরকে এত উত্তেজিত করে? কেন সে পিঁপড়ার জগতে নিয়ে অভিভূত? তোমরা নিশ্চয়ই জানতে চাইছ সে কথা । তাহলে পড়ে যাও…..দুনিয়াতে যে কোন প্রজাতির প্রাণীর চাইতে পিঁপড়ার সংখ্যা বেশী । প্রতি ৪০ জন মানবশিশুর বিপরীতে ৭০০ মিলিয়ন পিঁপড়া জন্ম নেয়। অর্থাৎ মানুষের চেয়ে পিঁপড়ার সংখ্যা বহুগুণে বেশী।
পিঁপড়ার পরিবার অনেক বড় হয়। আমাদের পরিবার যেখানে হয়তোবা ৪/৫ জনের , সেখানে পিঁপড়ারা থাকে অগণিত। একবার ভেবে দেখ, যদি তোমাদের লক্ষ লক্ষ ভাইবোন থাকত, একটি মাত্র বাসায় কুলাতো কি? মোটেই না !এখানেই অদ্ভুত ব্যাপারের শেষ নয়, লক্ষ লক্ষ পিঁপড়া একত্রে মিলে মিশে থাকে কোন বিশৃঙ্খলা ছাড়াই। তারা সবাই নিয়ম মেনে পরিপাটিভাবে চলে।
নিচে ছোটদের গল্পে পিপঁড়াদের রাজ্যে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ পিঁপড়াদের গল্প বইয়ের সাইজঃ 715. KB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃ হোমায়রা বানুডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ