ছোটদের চরিত্র কেমন হবে pdf বই ডাউনলোড। প্রত্যেক মানুষ সফলতা অর্জন করতে চায়। যে যে কাজই করুক, তার ফলাফল যদি ভালো হয়, তবে সে সফলতা লাভ করল। আর যদি তার বিপরীত হয় অর্থাৎ তার কর্মফল যদি ভালো না হয়, তা হলে সে সফলতা লাভ করতে পারল না। এই দুনিয়া দুঃখ ও কষ্টের জায়গা।
দুনিয়ায় পূর্নাঙ্গ সফলতা অর্জন করা সম্ভব নয়। এমনকি নাবী-রসূলরাও নানা বিপদের সম্মুখীন হয়েছেন। সূরা আল-আসার-এর আল্লাহ বলেনঃ অর্থাৎ- সময়ের শপথ, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধের্য-ধারণের।
আরও বই দেখুনঃ
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- ছোটদের ইসলামী অর্থনীতি pdf বই ডাউনলোড
- সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড
- ছোটদের নবী রাসুল pdf বই ডাউনলোড
এ সূরাটিতে উল্লিখিত চারটি কাজ যে বিশ্বাসের সাথে পালন করবে, তাকে আল্লাহ ক্ষতি থেকে রক্ষা করবেন। আমরা সকলে পরকালের যাত্রী। পরকালীন সাফল্য লাভ করারই আমাদের একমাত্র লক্ষ্য। পূর্ণাঙ্গ সফলতা একমাত্র পরকালেই লাভ করা সম্ভব। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াকে পরকালের উপর অগ্রাধিকার দিয়ে থাকো; অথচ পরকাল উত্তম এবং চিরস্থায়ী।
সুতরাং চিরস্থায়ী সাফল্য হচ্ছে জান্নাত লাভ। আল্লাহ মুমিনদেরকে সাতটি গুন অর্জন করতে বলেছেন। আর যে মুমিন এই সাতটি গুনে গুনান্বিত হবে সে জান্নাত লাভ করবে। অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। যারা তাদের সলাতে বিনয়ী ও ভীত থাকে। যারা অর্থহীন কাজ থেকে দূরে থাকে। যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়।
যারা তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তাদের স্ত্রীদের ও অধিকারভুক্ত দাসীদের কাছে ছাড়া। এদের ব্যাপারে তাদের দোষ ধরা হবে না। অবশ্য যারা এর বাইরে আরও কিছু চায় তারাই সীমালংঘনকারী। যারা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে। যারা তাদের সলাতের হিফযত করে। এসব লোকই ফিরদাউস নামক জান্নাতের উত্তরাধিকারী হবে, যেখানে তারা চিরদিন থাকবে।(সুরা মু’মিনুন ১-১১) ।
তাহার মধ্যে প্রথম যেই গুণ তা হচ্ছে: খুশয়ু-এর সাথে সলাত আদায় করা। সলাত মু’মিনের প্রথম মূল ইবাদত । সলাতে খুশুয়ু অর্থ আল্লাহকে উপস্থিত ভেবে অন্তরকে স্থির রেখে সঠিকভাবে সলাত আদায় করা। সলাতে অস্থির ও চঞ্চল হওয়া নিষেধ। রসূলুল্লাহ সাঃ বলেছেন: সলাতের সময় আল্লাহ তাআলা নামাযীর প্রতি সারাক্ষণ দৃষ্টি রাখেন, যতক্ষণ না সলাত পড়ার সময় নামাযী কোনো দিকে সৃষ্টি না দেয়। (আবু দাউদ।)
দ্বিতীয় গুণঃ সলাত আদায়ে অত্যন্ত যত্নবান হওয়া। সলাতে যত্নবান হওয়ার অর্থ হচ্ছে নিজের জন্য ভেবে নিজের জীবনে পাচঁ ওয়াক্ত সলাতকে সব সময় চালু রাখা। সলাতের ব্যাপারে কখনো অবহেলা না করা। আরও পড়তে বইটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে ছোটদের চরিত্র কেমন হবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | চিল্ড্রেন’স এডুকেশন সিরিজ |
বইয়ের সাইজঃ | 2.90 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | আমির জামান-নাজমা জানাম |
অনুবাদকঃ |