জননীদের জীবন কথা pdf বই ডাউনলোড। মাতৃহীন পৃথিবী অবশ্যই অশ্রুময়। আমরা যারা পরে পৃথিবীতে এসেছি, তারা তো জন্মপূর্ব থেকে এবং জন্ম থেকে ওই অশ্রুময়তার বিষণ্ন চাদর দ্বারা আমাদের সত্তাগুলোকে আবৃত করে আছি। আর আমরা একথাও জানি যে, আমাদের অশ্রুময়তার অবসান এখানে ঘটবে না। আমরা আমাদের কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বৃদ্ধত্ব একে একে পার হয়ে যাবো— কিন্তু মাতৃমিলনের শুভক্ষণ কখনো পাবো না।
একজন মানুষের সামনে আর কোন্ অধিকতর গুরুত্বপূর্ণ ঘটনা থাকে— মৃত্যু ছাড়া? অথচ সবচেয়ে বেশী স্পষ্ট এই কথাটা আমাদের মনে থাকে না। মৃত্যুর পরেও রয়েছে ভয়াবহ সব ঘটনা। সমাধির প্রশ্নোত্তর পর্ব, মহাপ্রলয়, মহাপুনরুত্থান, মহাবিচারপর্ব, হিসাব, মীযান, পুলসিরাত, চিরস্থায়ী জীবনের স্থান নির্ধারণ। ওই সময় পাপিষ্ঠদের পাশে তাদের জন্য ক্ষমা ও অনুগ্রহের আর্তি নিয়ে যিনি দণ্ডায়মান হবেন, তিনিই যে আমাদের আপনতম ও প্রিয়তম— এই কথাটা কি বিশ্বাসবান ও বিশ্বাসবতীদেরকে মনে রাখতে হবে না?
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
প্রিয়তমজনকে তো ভালোবাসতেই হবে, তার সঙ্গে তিনি যাঁদেরকে ভালোবাসেন এবং তাঁকে যাঁরা ভালোবাসেন তাঁদেরকেও ভালোবাসতে হবে। ভালোবাসার পূর্ণ ও প্রকৃত রূপ এরকমই। তাই আমাদেরকে পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ লাভ করতে হলে আমাদের আপনতম ও প্রিয়তম নবীকে যেমন ভালোবাসতে হবে, তেমনি ভালোবাসতে হবে তাঁর প্রেমিক ও প্রেমাস্পদ (মোহেব ও মাহবুব)গণকে ।
এ বিষয়টি নিশ্চয় সুপ্রমাণিত যে, মহানবী স. তাঁর সন্তান-সন্তুতিগণ, জীবনসঙ্গিনীগণ এবং সহচরগণকে অত্যধিক ভালোবাসতেন। অতএব তাঁদেরকেও ভালোবাসতে হবে। তাঁরা আসত্তা রসুলপ্রেমে চিরনিমজ্জিত। পবিত্র জীবনের অধিকারী ছিলেন তাঁরা। মহানবী স. এর জীবনসঙ্গিনীগণকে তাই বলা হয় পবিত্র সহধর্মিণীগণ (আওয়াজুম মুত্বহারাহ)।
আর তাঁরা আমাদের কে, সেকথাও আল্লাহ্পাক বলে দিয়েছেন এভাবে— ‘নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাঁর পত্নীগণ তাদের মাতা।’ এই আয়াতের ব্যাখ্যা ব্যপদেশে বলা হয়েছে, বিশ্বাসবানগণের পারস্পরিক ঘনিষ্ঠতা ও অন্তরঙ্গতার চেয়ে নবীগণের সঙ্গে তাঁদের উম্মতের ঘনিষ্ঠতা অধিকতর সুদৃঢ়।
এ কারণেই তাঁদের আদেশ তাঁদের বিশ্বাসবান অনুসারীদের জন্য অবশ্যপালনীয়। জন্মদাতা ও জন্মদাত্রী পিতামাতার আদেশ নবীর নির্দেশের পরিপন্থী হলে তা প্রত্যাখ্যান করাও অনিবার্য। হজরত ইবনে আব্বাস ও আতা বলেছেন, রসুল স. এর আদেশের বিপরীত প্রবৃত্তি অবশ্য পরিহরণীয়। মনে রাখতে হবে, তাঁর আনুগত্যের মধ্যেই রয়েছে ইহ- পারত্রিক কল্যাণ।
নিচে জননীদের জীবন কথা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া |
বইয়ের ধরণঃ | জননীদের জীবন কথা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.52 MB |
প্রকাশ সালঃ | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ মামুনুর রশীদ |
বইয়ের অনুবাদকঃ | কাজী সাইফুদ্দিন হোসেন |