জানাযার কিছু বিধান pdf বই ডাউনলোড। সাহাবি ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা মৃত ব্যক্তির গোসলের পানিতে বড়ই পাতা দেয়া ওয়াজিক প্রমাণিত হয়? মৃত্যের গোসলের পানিতে বড়ই বা কুলপাতা দেয়া শরীয়ত সম্মত, তবে ওয়াজিব নয়। আলেমগণ হাদিসের নির্দেশকে মুস্তাহাব বলেছেন। কারণ কুলপাতা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকারী।
কুলপাতা না পাওয়া গেলে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহারা করাই যথেষ্ট। এহরাম আবস্থায় মৃত ব্যক্তির গোসলের হুকুম কি? এহরাম অবস্থায় মৃত ব্যক্তিকেও অন্যান্যদের ন্যায় গোসন দিতে হবে, তবে তার গায়েঁ সুগন্ধি মাখবে না এবং তার মুখ ও মাথা ঢাকবে না।
আরও দেখুনঃ চাই প্রসূতি মায়ের নিবিড় যত্ন pdf বই ডাউনলোড
তার কাফন পাগড়ি ও জামা ব্যতীত শুধু এহরামের কাপড়ে সীমাবদ্ধ থাকবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এহরাম অবস্থায় মৃত ব্যক্তি কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। এহরাম অবস্থায় মৃত ব্যক্তির হজের অবশিষ্ট কাজ অন্য কাউকে সম্পূর্ণ করতে হবে না, তার মৃত্যু আরাফাতে অবস্থানের পর বা আগে যখনই হোক।
কারণ এ ব্যাপারে রাসূলের কোন নির্দেশ নেই। নারী ও পুরুষকে কাফন পরানোর নিয়ম কি? জামা ও পাগড়ী ব্যতীত পুরুষকে সাদা তিন কাপড়ে এবং নারীকে ইযার,কামিস,উড়না ও বড় দুচাদরসহ মোট পাচঁ কাপড়ে দাফন দেওয়া উত্তম। এ ছাড়া সতর ঢেকে যায় এমন এক কাপড়ে নারী কিংবা পুরুষকে কাফন দেয়াও বৈধ।
আরও দেখুনঃ গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরায়ী নিজাম pdf বই ডাউনলোড
মৃত ব্যক্তির গোফঁ, নক ইত্যাদি কাটার বিধান কি? এ প্রসঙ্গে সুষ্পষ্ট কোন দলিল নেই, তাই কাটা না-কাটা উভয় সমান। কতক আলেম নখও গোঁফ কাটার স্বপক্ষ্যে প্রমাণ পেশ করেছেন, কিন্তু গোপন অঙ্গের পশম পরিস্কার করা ও খতনা করার কোন দলিল নেই, তাই এ দুকাজ কোন অবস্থাতেই করা যাবে না।
মৃত ব্যক্তির গোসলে কুলপাতা মিশ্রিত পানি ব্যবহার করা কি সুন্নত? যেহেতু কুলপাতা মিশ্রিত পানি পরিস্কার পরিচ্ছন্নতায় খুব কার্যকারী, তাই অনেক ফেকাহ বিদ এটাকে উত্তম বলেছেন, তবে বাধ্যতামূলক নয়।
আরও দেখুনঃ কিয়ামত অতি নিকটে pdf বই ডাউনলোড
নিচে জানাযার কিছু বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.15 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায অনুবাদঃ শিহাবউদ্দীন হোসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ