জানাযার নিয়ম কানুন pdf বই ডাউনলোড। আমাদের এমন ভাবে জীবনকে পরিচালনা করতে হবে যেন আমার ইহকাল এবং পরকাল দুই-অবস্থানেই আল্লাহর রহমতের ছায়া-র অতলে থাকতে পারি। তার জন্য রয়েছে কুরআন-হাদীস আমরাই চাইলে পৃথিবী-কে সুন্দর করে সাজাঁতে পারি কুরআন দিয়ে। এই কুরআন এমন এক জিনিস যা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা সেকেন্ড এর কার্যতা রয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ বইটি পড়বেন অনেক জানা-অজানা জ্ঞান সাধন করা যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন।
চলুন! কিছু অনুচ্ছেদ জেনে নেই !!
মাসআলা-১: অসুস্থ ব্যক্তির উপর যা আবশ্যক? (উত্তরঃ) অসুস্থ ব্যক্তির কর্তব্য হলো, আল্লাহর ফায়সালা উপর সন্তুষ্ট থাকা এবং সাধ্য মোতাবেক ধৈর্য ধারণ করা ও নিজ প্রভুর ভাল ধারণা রাখা। এটাই তার জন্য উত্তম। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অর্থাৎ- মুমিনের জন্য আশ্চর্যর বিষয় হলো, যদি তাকে নির্দেশ দেয়া হয় সকল কর্মই তার কল্যাণকর হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জানাযার কিছু বিধান pdf বই ডাউনলোড
- জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন pdf বই ডাউনলোড
- শিশুদের আদর্শ নাম pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- অনিয়মই নিয়ম pdf বই ডাউনলোড
আর এটা মুনিনেরই বৈশিষ্ট্য। তার প্রতি যদি কৃতজ্ঞতাপূর্ণ সুখ-শান্তি আসে, তাহলে সেটা তার জন্য কল্যাণকরই হয়। আর তার প্রতি যদি ধৈর্য ধারণের মত বিপদ আসে সেটাও তার কল্যাণকর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীঃ অবশ্যই তোমাদের কেউ মৃত্যুবরণ করলে তখন সে আল্লাহর উপর ভাল ধারণা রাখে।
মাসআলা-২ অসুস্থ ব্যক্তির উচিত অন্তরে ভয় ও আকাঙ্খা রাখা এবং নিজের গুনাহের জন্য আল্লাহর শাস্তিকে ভয় করা এবং আপন প্রভুর রহমত কামনা করা। তিরমিযী ও অন্যান্য গ্রন্থে আনাস রাঃ হতে প্রসিদ্ধ হাদীসে বর্ণিত রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত এক যুবকের নিকট প্রবেশ করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,- কেমন অনুভব করছ? যুবকটি বললোঃ আল্লাহর শপথ! হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর নিকট কামনা করি এবং আমার গুনাহের জন্য ভয় করি। অতঃপর রাসূল সাঃ বললেনঃ কোন বান্দার অন্তরে এ স্থানে কেবল দুটি বস্তু একত্রিত হয়, আল্লাহ তাকে তা দান করেন যা সে কামনা করে এবং নিরাপত্তা দেন যা থেকে সে ভয় করে। এমন আরও অসংখ্য অনুচ্ছেদ পড়ার জন্য বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে জানাযার নিয়ম কানুন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | জাইয়েদ লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | মাসআলা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.00 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল (৩য় সংস্করণ) |
বইয়ের লেখকঃ | আল্লামা মুহঃ নাসিরুদ্দীন আলবানী রহি. |
অনুবাদকঃ | খলীলুর রহমান বিন ফজলুর রহমান |